আজ অবেলায় ঝুম
বৃষ্টি নামলো তাই;
আমি আবার সেই
পুরোনো তোমাকে চাই|
হাতের কাজ ফেলে রেখে
দৌড়ে ছুটে এসে
'বৃষ্টি হচ্ছে,চলো ভিজি'
বলবে তুমি হেসে|
মেঘ রঙের শাড়ি আমার,
বৃষ্টি রঙের টিপ;
আগুন লাগা চাউনি তোমার,
হৃদয়ে ঢিপ ঢিপ|
কদম বনের সব খুশবু
মনের উঠোন জুড়ে;
হাওয়ায় হাওয়ায় মুখের কথা
যাচ্ছে দেখো উড়ে |
দুচোখ মেলে চেয়ে থেকে
দিয়ে মাদক হাসি;
ফিসফিসিয়ে বলবে কানে
বৌ তোমায় ভালোবাসি|
0 comments:
Post a Comment