Saturday 10 February 2018

কবিতা- লুৎফর হাসান

কে দেবে তোমায় ভিড় ঠেলে এসে নতুন শুদ্ধ দিন
কার কাছে পাবে তোমার জন্য বুক ব্যথা চিনচিন।
কে দেবে তোমায় ঘুম ভাঙা নদী কথার কলস্বরে,
অবুঝ দুপুর দেবে কে তোমার মুঠোতে বন্দী করে।
আর কে দেবে রোদের মেয়ের আঁচলে রাখা ঘুম,
জোনাকির ঠোঁটে কে দেবে তোমায় সন্ধ্যাপাখির চুম।
কে দেবে বলো রাতের নিখাদ অন্ধকারের আলো,
জোছনার ঘ্রাণ পাবে আর কই মুছতে গিয়ে কালো।
আর কে আছে তোমাকেই দেবে জেগে থাকা সব বেলা,
ঘুমের ঘোরে কে দেবে তোমার খোয়াবের অবহেলা।
কে দেবে তোমার বিছানায় মেঘ চাদরে সমুদ্দুর,
মেঝেতে দেবে বালিয়াড়ি আর কে দেবে মাতাল সুর।
আর কে আছে তোমাকেই শুধু তোমাকেই যাবে লিখে,
সারা পৃথিবীর ফুল পাখি ফেলে তাকাবে তোমারই দিকে।
আর কে আছে যাকে দেবে তুমি দুঃখ রাশি রাশি,
কারো নেই শখ ছিঁড়ে যাওয়া ঠোঁটে বলবেই ভালোবাসি।
তবুও তুমি কী যে কারণে কোনদিকে যাও ভেসে,
বুঝলে না নারী অবেলার স্রোতে যাচ্ছো কোথায় হেসে।
এখনও তোমার মুখের রেখায় তাজা তাজা রোদ, জানো?
বেলা পড়ে গেলে রঙ থাকে না, এই সত্য মানো?

0 comments:

Post a Comment