Tuesday 21 July 2020

কাঠের বাড়ি- স্মরণজিৎ চক্রবর্তী

কাঠের বাড়ি কাঠের বাড়ি
জঙ্গলে যায় একলা গাড়ি
বুকের মধ্যে রাত

আঙুল ধরে পাতলা নদী
সাঁকোর উপর সপ্তপদী
হাতের ওপর হাত

ছাড়িয়ে নিয়ে উধাও তুমি
জঙ্গলে আজ মরুভূমির
ভীষণ উল্কাপাত

কাঠের বাড়ি কাঠের বাড়ি
তোমায় ছাড়া ওই আনাড়ীর
সকল কিস্তি মাত

দিন কেটে যায় রাতের মতো
সন্ধে কাটে অসংযত
অতল গিরিখাত

প্রদীপ হাতে অন্ধকারে
আর কতদিন হাঁটতে পারে
মনখারাপের ধাত...

কাঠের বাড়ি কাঠের বাড়ি
আমিও জেনো আগুন পারি...

পুড়িয়ে দিলাম হাত...

0 comments:

Post a Comment