Saturday, 25 July 2020

নিছক স্বপ্নে স্বপ্নে- সমীরণ ঘোষ

ঠিক এইখান থেকে শুরু করি খেলা
স্মৃতি থেকে উড়ে আসছে যে ঘাস
স্মৃতি থেকে ঝরে পড়ছে যে বরফ
           আ-বুক শীতের মধ্যে দাঁড়িয়ে
তুমি চিনিয়ে দিলে কালোবিন্দুর স্বর্গহীনতা আমাদের
আমি শাদা চাদরের লম্বা ঝকঝকে ভোর

হাওয়া দিচ্ছে, মোচাফুলের মতো নড়ে উঠছে বিশ্বাস
মানুষের হাত এসে অবিরাম মানুষের সুড়ঙ্গ থেকে
                       ঠেলে দিচ্ছে অন্ধকার...
তোমার রক্ত থেকে যে-বরফ গলে নামছে আজ
তোমার তৃষ্ণা থেকে যে-বিষ ধুয়ে যাচ্ছে দক্ষিণে
আমি প্রিয়দের দেখাবো সেইসব---
ঘুড়ির দিন, ফাঁপা চিৎকার, আলো, আর বিষের গান

তুমি কমলালেবুর পাহাড় নিয়ে দাঁড়িয়ে দূরে
কোনো এক নদীর হৃদয় বরাবর
উড়ে যাচ্ছে লাল স্কার্ফ, ধানখেতের পাশ দিয়ে
স্কুলবাসভর্তি যে বসন্তের দিন
তাদের একে একে নামিয়ে নিচ্ছো
আপেলের মতো লাল, মাংসল, স্কুলের ভেতর

0 comments:

Post a Comment