Monday, 27 July 2020

বোকা মানুষের চিঠি ২

একটা ভীষণ সাধারণ সকালে তুমি আমার নাম করে
বিষম খাবে।  আমি বুকের ভেতর গামছা বেঁধে
সোজা নেমে যাব স্রোতের মুখোমুখি। এমন দিনে
গ্লকোমা কেটে গিয়ে বাবা রেডিওতে বিবিধ ভারতী চালিয়ে দেবে
নিবেদিতা সেতুর ওপর দাঁড়িয়ে তুমি ওড়না ফেলে দেবে
আমার গা দিয়ে নেমে যাবে অপূর্ব শীত!

এরকম একটা সাধারণ দিনে আমি অরণ্যদেব হলে
তুমি কি পলাশফুল হবে না?

0 comments:

Post a Comment