Monday, 27 July 2020

নীল দিগন্তে- জয়াশিস ঘোষ

একা মানুষ যখন ভয় পায়
তার সমস্ত হাড় মজ্জায়
ফোঁটায় ফোঁটায় ছড়িয়ে গেছে বিষ
তুমি আমার প্রেমের দাবী
আমি কলঙ্কেরও ভাগী
যদি ছায়ার মত জড়াও অহর্নিশ

তবু দেওয়ালে কান পাতি
আমার লুকানো বর্ষাতি
আলোর কাছে হেরেই গেছে ছায়া
তুমি বুকের ওপর শুয়ে
আছ সমস্ত ঢেউ ছুঁয়ে
তবু ঝিনুক গোনে সমুদ্দুরের মায়া

এমন একলা হওয়ার দিন
আলো ক্ষয়ে ক্ষয়েই ক্ষীণ
তোমার কেন চোখের কোণে জল?
আসুক দু কুল ছাপা ঝড়
আজ অনেক দিনের পর
ভাসিয়ে দেবো যা ছিল সম্বল

তবু শর্ত যদি দিলে
এই পলাশ ফাগুন মিলে
লাল রঙ ছড়াবে অভিমানের স্রোতে
আমার বন্ধ চোখের ঠাঁই
যা পাই পলকে হারাই
হাত ছাড়িয়ে বন্ধুরা সব ছোটে

একা মানুষ যখন কাঁদে
জল বিষাদ চাপে বাঁধে
দু চোখে আজ পেরিয়ে যাবো সাঁকো
আমি তোমার ভেতর মরে
যাবো আগের মত করে
যদি বসন্তে আজ আমার কাছে থাকো!

0 comments:

Post a Comment