Monday, 27 July 2020

ফিরে ফিরে- অরণি বসু

অনেক ভালোবাসার কথা বলেছি আমরা
অনেক রকম ভালোবাসার কথা বলা হয়েছে এতদিন,
এবার, এসো, ঘুমের ট্যাবলেট বিষয়ে কিছু কথা বলা যাক।
********
আমরা কি এবার আবার ভালোবাসার দিকে ফিরবো?
আর, ধরো, যদি ফিরেই আসি তবে কি আবার সেই
                                           পুরনো দিনের গলায় কথা বলা যাবে?
আমরা কি আবার বৃষ্টির দিনে হাসতে হাসতে
                                             নেমে যেতে পারবো খোলা মাঠে?
এখন তো আমরা আর সহজে মুগ্ধ হই না,
এখন আমাদের ভালোবাসায় অনেক কাঁটা, বালি আর পিছুটান।

(কবিতাংশ)

0 comments:

Post a Comment