Monday, 20 July 2020

আমাকে মনে পড়লেই যেন তুমি এসে কড়া নাড়ো। কোন কিছুই যেন তোমাকে না ফেরায়।

চাইলেই ঈশ্বর দিয়ে দেবেন, এমন হলে অনেক কিছু চাওয়া যায়।
তুমি যেন আমাকে ভালবাসো,
আমি যেন তোমাকে ভুলে যাই
কিংবা, প্রতিবার আমাকে মনে পড়লেই যেন তুমি এসে কড়া নাড়ো, আমাকে খোঁজো।
কোন কিছুই যেন তোমাকে না ফেরায়।

0 comments:

Post a Comment