Saturday, 25 July 2020

অসমাপ্ত- স্মরণজিৎ চক্রবর্তী

অন্ধকারের আরেকটি নাম শব্দ
তোমার শহরে ভীড় করে আসে আয়না
ঝলসানো কিছু ট্রাম লাইন পড়ে থাকল
তোমার মতোন তারা কেউ উড়ে যায় না

গুমটিতে একা ক্লান্ত ভিখারী গান গায়
বৃষ্টি মাথায় রিক্সাওয়ালার চেষ্টা
থেকে আমি রোজ ভাত দিয়ে মালা গাঁথলাম
যদিও গল্পে মিল হচ্ছে না শেষটায়

বিচ্ছেদ জুড়ে সারা দিন জল ঝরছে
মেঘ বেঁচে থাকে... গড়িয়াহাটায় ঘুম চোখ
নিয়ে উঠে দেখি আমার শহর শূন্য
হাসি মুখে তুমি আমার মৃত্যু গুনছ

বারবার তবু ফিরে আসবার গল্প
সাদা পাতা জুড়ে বেঁচে ওঠবার চেষ্টা
তুমি আসবে না। তুমি ফিরবে না। সব ঠিক
আমিও ডাইরি খোলা রেখে দেব শেষটা...

0 comments:

Post a Comment