তারে বলে দিও,
ফুল, ফাঁসি কিংবা অস্ত্রের প্রয়োজন নেই,
সে যে আমারে নির্দয়ের মতো অচেনা করে দিলো,
সেই নিদারুণ সুখ- এক মৃতদেহ লুকিয়ে রেখেছে মনে।
তারে বলে দিও,
ফুল, ফাঁসি কিংবা অস্ত্রের প্রয়োজন নেই,
সে যে আমারে নির্দয়ের মতো অচেনা করে দিলো,
সেই নিদারুণ সুখ- এক মৃতদেহ লুকিয়ে রেখেছে মনে।
0 comments:
Post a Comment