এ মেঘেরও নিজস্ব দিন ছিল আগে
তোমায় বলিনি চুল খুলে নাচলে অপার্থিব হয়ে যাও
গোপনে সারস দেখেছি, মরালগ্রীবাটি
পায়ের নূপুর খুলে বলেছিলে
'কেন একটুও যত্ন কর না নিজের?'
এ মেঘ নিজের স্বপ্ন থেকে ঝরে যাবে
ঘুমের ছাঁটে বন্ধ করে দেবে জানালা
বিষণ্ণতায় আলো খুঁজে দেবে
ডাকনাম।
বলতে পারিনি, যেটুকু
যত্ন করতে পারলে তোমার হতাম...
0 comments:
Post a Comment