Saturday, 25 July 2020

সীমান্ত- স্মরণজিৎ চক্রবর্তী

কেউ নেই আজ বৃষ্টি রয়েছে শুধু
এলোমেলো কিছু গাছেদের বৈশাখী
জল পেয়ে মাটি ঘুমিয়ে পড়েছে কবে
আমি সারারাত একা একা জেগে থাকি

মেঘের ওপারে ছড়িয়ে রয়েছে তারা
চাঁদ লেগে সব হলুদ হয়েছে দূরে
আজ সন্ধেয় বৃষ্টির ফোঁটা দিয়ে
তোমার যাওয়ার পথটুকু রাখি মুড়ে

বুকের ভেতরে শহর ফুরিয়ে এল
তুমি চলে গেলে কী জানি কীসের দোষে
জামার কোনায় মনমরা দাগ লাগে
তবু আজও কেউ কালবৈশাখী পোষে

আমিও পুষছি পুরনো তোমার ছায়া
পেরিয়ে যাচ্ছি ঋতুদের হাতছানি
কাঁটাতার হয়ে দাঁড়িয়ে রয়েছি একা...

আমাদের আর কোনো দেশ নেই, জানি

0 comments:

Post a Comment