Sunday, 26 July 2020

জল- অরণি বসু

তোমার বুকের ভিতর যতটা আগুন আছে
আমার ভিতরে ততটা জল নেই আজও।
কীভাবে জুড়াই তোমাকে-
কীভাবে শান্তি দিতে পারি-
ভাবতে ভাবতে রাস্তায় নেমে আসি,
পথে পথে খুঁজে বেড়াই জল।

শুধু তোমার পাশে পাশে থাকব বলে।

0 comments:

Post a Comment