Saturday, 17 March 2018

এই মাতাল হওয়া বাতাস

এই মাতাল হওয়া বাতাস,
এই আগুনে পোড়া ফাগুন
পাতা ঝরা নির্ঝরের দিন
এলোমেলো নিঝুম বিকেল
কারো না থাকার অভিজ্ঞান হয়ে থাকুক,
থাকুক বেঁচে থাকার স্মৃতিস্মারক হয়ে।
তবু সব কিছু অপচয় মনে হয়...

0 comments:

Post a Comment