Wednesday, 8 July 2015

কেউ একজন থাকতে হয়


খুব করে ভালবাসবার কেউ একজন থাকতে হয়
পাগলামিগুলো সহ্য করার কেউ একজন থাকতে হয়.
রাগ কিংবা অভিমান করে হাঁটা শুরু করলে 
সামনে এসে পথ রোধ করবার কেউ একজন থাকতে হয় 
কিংবা পেছন থেকে হাত টেনে ধরবার কেউ একজন থাকতে হয়
অভিমানী অনুযোগ গুলো শুনবার কেউ একজন থাকতে হয় 
ছেলেমানুষী আবদার গুলো মেটাবার জন্য কেউ একজন থাকতে হয়

0 comments:

Post a Comment