Wednesday, 22 July 2015

অণুকাব্য-২০

আঁড় চোখেতে তাকাও হেসে
সে হাসি যে সর্বনেশে
মন কিছুতেই চোখ ফেরাতে
চাইছিল না..
আমার তখন মনের মাঝে
মন ছিল না, মন ছিল না....

0 comments:

Post a Comment