Sunday, 5 July 2015

কারো কারো চোখে সুখের জল,
কারো কারো ঠোটেঁর কোনায় হাসি,
বড় ভালোবাসি।।
কারো একা ক্লান্ত প্রহর গোনা,
কারো শুধু রঙিন স্বপ্ন গোনা,
তাও ভালোবাসি।।

কেউ লিখছে না প্রিয় কবিতা,
কেউ অাকঁছে না ছবি-
কেউ বলছে না হাতটা বাড়িয়ে 

একটি বার- শুধু ভালোবাসি

0 comments:

Post a Comment