Sunday, 5 July 2015


মেঘ ঝরে ঝরে বৃষ্টি নামে
বৃষ্টির নাম জল হয়ে যায়,
জল উড়ে উড়ে আকাশের গায়ে,
ভালোবাসা নিয়ে বৃষ্টি সাজায়.
ইচ্ছেগুলো ভবঘুরে হয়ে
চেনা অচেনা হিসেব মেলায়,
ভালোবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাক রোদের আশায়.
ইচ্ছে হলে ভালোবাসিস
না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ
গাঙচিল....

0 comments:

Post a Comment