Wednesday, 8 July 2015

পথ চেয়ে নেই


আমি আর তোর পথ চেয়ে নেই 
এখন আর তোর কথা ভাবি না 
আমি আর তোকে নিয়ে ভেবে ভেবে 
শত নিশি রাত ভোর করিনা 
এখন আর তোর মায়া মাখা মুখের 
মিছে ছলনায় পৃথিবী ভুলিনা 
মনে মনে তোর সাথে আর 
অহর্নিশি কথা বলি না 



 (Chorus)
আমি এখন একা হাঁটতে শিখেছি 
না না তোকে আর মনে পড়ে না 
তোর স্মৃতি গুলো মনে করে আর 
অঝোরে অশ্রু ঝরে না.....(২) 

ভালবাসার সমার্থক মানেই 
আমি এখন আর তোকে বুঝি না 
আমি আর তোর চোখে রেখে চোখ 
পৃথিবীর সব সুখ খুজি না 

আমি এখন একা হাঁটতে শিখেছি 
না না তোকে আর মনে পড়ে না 
তোর স্মৃতি গুলো মনে করে আর 
অঝোরে অশ্রু ঝরে না. (২) 

খুব প্রিয় চেনা তোর স্বর শুনে 
আমার এখন আর ধ্যান ভাঙ্গেনা 
তোর শত রাগে অভিমানেও 
আমার আর কিছু যায় আসে না....


আমি এখন একা হাঁটতে শিখেছি 
না না তোকে আর মনে পড়ে না 
তোর স্মৃতি গুলো মনে করে আর 
অঝোরে অশ্রু ঝরে না. (২) 

0 comments:

Post a Comment