Sunday 9 August 2020

রৌদ্রে- বিনয় মজুমদার

পৃথিবীর কাজে ব্যস্ত, ভিজে মুখ দুপুরের ঘামে;
আকাশ রয়েছে ভ'রে নীল রৌদ্রে,
শরীরের দীপ্তি তার ক্লান্ত হয়ে আছে ৷
ক্লান্ত হয়ে অবসরে— ক্ষণিক বিশ্রামে
চেয়ে থাকে বহু দূরে— বহু দূরে ঘুরে আসে অলস মেঘের কাছে কাছে,
জেগে থাকা অবসরে নয়—
একদিন চুপি চুপি কাছে যদি যেতে পারি
                                         জ্যোৎস্নার নিচে তার ঘুমের সময় !

কােনোদিন বলেনি সে পৃথিবীর সেই মৃদু পুরাতন কথা৷
একটি মানুষ আর মানুষের জীবনের—হৃদয়ের অপরূপ পরিপূরকতা
মনে ক'রে কােনােদিন ডাকবে না সে কি কোনো
                               মানুষকে—নেবে নাকি বেছে?
হয়তো অনেক বার ডেকেছে স্বপ্নের মাঝে
কেবল ঘুমের ঘোরে ডাকে সে,ডেকেছে I
একদিন চুপি চুপি কাছে যদি যেতে পারি জেগে থাকা অবসরে নয়—
জ্যোৎস্নার নিচে তার ঘুমের সময়!

0 comments:

Post a Comment