Monday 10 August 2020

প্রত্যাবর্তন- নির্মলেন্দু গুণ

যারা সমুদ্রের গর্জন থেকে মানুষের কান্নাকে পৃথক করতে পারে
তারাই শুনুক, আমি শুনতে চাই না ভেসে-আসা মহাসিন্ধুর গান।
যারা বৃষ্টিপাত থেকে মানুষের অশ্রুপাতকে পৃথক করতে পারে,
তারাই বৃষ্টির সৌন্দর্য দেখুক; তাদের স্বপ্নের মধ্যে বর্ষিত হোক
সুরাবৃষ্টি, তারাই কণ্ঠভরে পান করুক মদ। মাদকতার মধ্যে
আমি ভুলতে চাই না আমার বাস্তবতার দুঃখ।

যারা সুন্দরী নারীর সঙ্গে অভিনয় করতে পারে ভালোবাসার,
প্রলম্বিত হোক তাদের যৌবন। দীর্ঘস্থায়ী হোক তাদের সঙ্গম।
আমি আমার যৌবনকে গুটিয়ে নিয়েছি অভ্যন্তরে, রেশমের মতো।

(কবিতাংশ)

0 comments:

Post a Comment