Wednesday, 12 August 2020

আমি তোকে ভালবাসি- বেণু দত্তরায়

একদিন বিশ্বাস করতে ভাল লাগবে
এই যে আমি বলছি
              তোকে ভালবাসি

একদিন বিশ্বাস করতে ভাল লাগবে

আজ তোর কাছে আকাশ এসেছে
সমস্ত পৃথিবী তোকে ঘিরে জানতে চায়
তোকে
           সার দিয়ে দাঁড়িয়েছে
                                আনন্দচন্দ্রিমা

এ-উৎসবে আমি আমন্ত্রিত নই
আমি কিছু চাইতে আসিনি
এই যে এই এককোণে দাঁড়িয়েছি
দু-সেকেন্ড দাঁড়িয়ে দেখে চলে যাব
আর মনে-মনে বলব, ভালবাসি

আর কিছুই বুঝবিনে
চন্দ্রমার দিন শেষ হলে
অন্ধকার কিছু বিষণ্ণতা রেখে যায়

আর তার মধ্যে ডুবে
একদিন বিশ্বাস করতে ভাল লাগবে
এই যে এই আমি বলছি
                          তোকে ভালবাসি

0 comments:

Post a Comment