Saturday, 8 August 2020

শিলালিপি- গৌতম গুহ রায়

পাহাড়ে বেড়াতে গেলে যার শিলালিপির কথা মনে পড়ে
তাকে ভালোবাসবে বলে মেয়েটি জাদুঘর হল

তার হাতে পায়ে কষ্টিপাথরের কারুকাজ
তার মুখে রতিপাথরের উল্লাস
যুবকটির খোঁজে পাহাড়ের খাঁজে
লজ্জায় লাল হয়ে ওঠে জাদুঘর

পাহাড়ি ঝরনা দিয়ে বহে আসে প্রস্তরখণ্ড
অগ্নিস্তন....মন্ত্র খচিত তাতে....
শোনা যায়, পিকনিক - পাগল যুবকেরা
শিলালিপির মন্ত্রে চিঠি লেখে
                             তাদের যুবতীদের -

মন্ত্রস্পর্শে জেগে ওঠে অনন্ত অগ্নিতাপ

0 comments:

Post a Comment