Wednesday, 12 August 2020

প্রার্থী- পূর্ণেন্দু পত্রী

আমাকে একটু আলোক দাও
রোদ মাতাল ভোর
একটু দাও মুক্ত হাওয়া
রুদ্ধশ্বাস এ বুকে,
আমি কি দেব,কি দিতে পারি
তোমাকে শক্তিমান
তোমাকে দিই কখানা ভাঙা
পাঁজরে যত জ্বালা।
আমাকে একটু বর্ষা দাও
দুমুঠো কাটি ধান
একটু দাও ফাগুনে- রোদ
আঁধার- ঘোর ঘরে
আমি কি দেব,কি দিতে পারি
তোমাকে মহাব্রতী
তোমাকে দিই কোটরাগত
দুচোখে যত দাহ।
আমাকে একটু শক্তি দাও
শালের মতো ঋজু
একটু দাও সুখের ছোঁয়া
পাথর- খসা মনে
আমি কি দেব,কি দিতে পারি
তোমাকে মহাপ্রাণ
তোমাকে দিই ঘৃণার ক্ষতে
রক্তজবার ঝাড়।
আমাকে একটু শান্তি দাও
ফুলের মতো স্বাদ
একটু দাও অবসরের
উদয়মুখী আশা
আমি কি দেব,কি দিতে পারি
তোমাকে জ্যোতির্ময়
তোমাকে দিই আকাশ- মাটি
কাঁপানো কন্ঠস্বর।

0 comments:

Post a Comment