Saturday, 15 August 2020

এক জীবন- বিজয়া মুখোপাধ্যায়

দুপুর থেকেই সন্ধে ঘনায় ঘোর
অনন্তকাল অন্ধকারের বাস
তোমাকে সেই একটু চোখের দেখা
আমার কেন এমন সর্বনাশ

চুক্তি ছিল লিখব একজীবন
অথচ এই দীর্ঘ কঠিন শ্বাস।

0 comments:

Post a Comment