Saturday 8 August 2020

বাঁশিওয়ালা- জয়াশিস ঘোষ

যারা বৃষ্টি হলে বাইরে আসে সমুদ্র দেয় পাড়ি
খোয়াবনামা চোখের পাতা বিষণ্ণতায় ভারী

যারা হাতের মুঠোয় লুকিয়ে রাখে একটুখানি বালি
ধরতে গেলে আকাশ দেখে খুললে মুঠো খালি

যারা হঠাৎ হঠাৎ প্রেমে পড়ে পা থেমে যায় মোড়ে
ঘুমের ভেতর একটা বিড়াল অবিন্যস্ত ঘোরে

যারা গুছিয়ে রাখে ঘরের কোণ আর ছাদে ফুলের টবও
অতীত থেকে কুড়িয়ে আনে বরফ পড়ার খবর

যাদের ঠোঁট ফুলালে মেঘলা আকাশ হাওয়ায় ওড়ে পাতা
কান্না পেলে উড়িয়ে দেয় বিষাদ ও কলকাতা

যাদের কেউ থাকে না জ্বরের রাতে কপাল থেকে নদী
চোখ বুজলে আলাদিনের প্রদীপ মেলে যদি

যারা নিজের ভেতর লুকিয়ে পড়ে সন্ধে এলে নেমে
একলা ছাদে বৃষ্টি মাখে নিজেই নিজের প্রেমে

যাদের কেউ রাখেনি কপালে ঠোঁট, বলেনি 'ভালোবাসি'
সবাই যখন ঘুমিয়ে পড়ে, তারাই বাজায় বাঁশি...

0 comments:

Post a Comment