Tuesday, 18 August 2020

জলেশ্বরীর শিষ- ফারুক ওয়াসিফ

বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
গচ্ছিত হয়েছি মেঘের শরীর ঘেঁষে,
এখানে তো দেশ নাই, ঘ্রাণময় স্মৃতি নাই কোনো
ভাষায় আন্ধার টান শুধু, মুখে ধূলিগান—
আমাদের দেশ নাই কোনো, কেবল ব্যথার মাচান।

জল জবা জয়তুন (২০১৫)

0 comments:

Post a Comment