Monday, 3 August 2020

লুডো- জয়াশিস ঘোষ

কিছু একটা বলবে বলে
তুমি তার পেছনে ধাওয়া করেছ দূর

সে প্রতিটা বাঁক ঘোরার মুখে
তোমার দিকে তাকিয়ে  হাসছে
ভ্রূ ভঙ্গিতে করছে ভাঙচুর

তুমি দৌড়াচ্ছ, ছুঁয়ে ফেলার আগেই
সে মোড় ঘুরছে, ভাঙছে ঢেউ

শেষ প্রান্তে এসে দেখলে
যে কথা বলবে বলে খুঁজেছিলে

তার বাড়ির দরজায় দাঁড়িয়ে
সে কথাটা বলে গেছে অন্য কেউ...


হত্যাকারী জানে
এই মূহুর্তে আলো পছন্দ করছ তুমি

তোমার আলোকে শেখাওনি জিততে গেলে
                              অন্ধকার ভালোবাসতে হয়

(কবিতাংশ)

0 comments:

Post a Comment