Thursday 13 August 2020

তোমার সমীপে- কৃষ্ণা বসু

তোমাকে দিয়েছি দ্বিতীয় বাল্য, থরো থরো ছেলেবেলা ;
তোমাকে দিয়েছি ঘন অভিমানে গূঢ় গাঢ় হেলাফেলা,
তোমাকে দিয়েছি অতল সাগর পারাপারহীন আশা,
তোমাকে দিয়েছি সূচির জীবন, ভালোবাসা ভালোবাসা,
যোগ্য নই কি? তোমার চোখের মাধূর্যময় আলো,
শিরাধমনীতে পৌঁছতে চাই, প্রাণের গভীর কালো
ধুয়ে মুছে নিয়ে সফেদ সজীব হাসতেও চাই আজ,
তোমার জন্য সাজিয়ে রেখেছি প্রণয়ের কারুকাজ।

নিদ্রার নীলে ডুবে যেতে যেতে নিজেকে প্রশ্ন করি,
তোমার সমীপে তোমারই সমীপে এরকম কেন মরি?

0 comments:

Post a Comment