Thursday, 13 August 2020

পারাপার- অরবিন্দ গুহ

তোমার কাছে অনেক কিছু গোপন করে রাখি,
তুমি আমার মধ্যদিনের পাখি।
অসংশয়ে শুনি তোমার নানারকম স্বর,
তুমি আমার একা থাকার ঘর।

দিনের বেলা কাটাতে হয় কটু কাজের ভানে,
দু-চোখ আমি সজল করি কপট অভিমানে।
তোমারও চোখ সহসা জলময়
সফল হল আমার অভিনয়__
মাঘের শেষে বৃষ্টি নামে বাঙলাদেশের প্রাণে।

বৃষ্টি যদি নামে মাঘের শেষে,
বলতে পার কী হয় তবে দেশে?
জান না? হায় আমিই কি তা জানি?
তুমি আমার নিরবতা, তুমি আমার বাণী।

তুমি যখন ডোবাতে চাও, আমি তখন ভাসি;
দূরে সরাও, আমি তোমার বুকের কাছে আসি।
বন্ধ হয়, আবার খোলা দ্বার।
জীবন ভরে আমার পারাপার
করতে হবে। কেন যে আমি তোমাকে ভালোবাসি!

0 comments:

Post a Comment