Sunday, 2 December 2018

যদি যেতে চাও- তসলিমা নাসরিন

যদি যেতে চাও, এভাবেই যেও-- ঠিক যেভাবে গেছ ঠিক যেভাবে, আলগোছে, টের না পাই দরজা আধখোলা রেখে ফিরে আসবে ভেবে যেন কোনদিন খিল না দিই। যেও, যেতেই যদি হয়-- দু চারটা কাপড় ভুল করে আলনায় ফেলে-- এভাবেই স্নানঘরে রেখে যেও তোয়ালে এক জোড়া চপ্পল-- এভাবেই। দমকা বাতাসও কড়া নাড়ে সময় সময় কোনও কোনও রাতে এরকমও ভেবে নেব, বুঝি...

ব্যক্তিগত ব্যাপার- তসলিমা নাসরিন

ভুলে গেছো যাও, এরকম ভুলে যে কেউ যেতে পারে, এমন কোনও অসম্ভব কীর্তি তুমি করোনি, ফিরে আর তাকিও না আমার দিকে, আমার শূন্যতার দিকে। আমি যেভাবেই আছি, যেভাবেই থাকি এ আমার জীবন, তুমি এই জীবনের দিকে আর করুণ করুণ চোখে তাকিয়ে না কোনওদিন। ভুলে গেছো যাও, বিনিময়ে আমি যদি ভুলে না যাই তোমাকে, যেতে না পারি সে আমার ব্যক্তিগত...

আরও একজন- সৈয়দ শামসুল হক

যেখানেই যাও তুমি, যেখানেই যাও সঙ্গে যায় আরো একজন; যদিও অদূরে তবু তার দূরত্ব ভীষণ। যেখানেই দৃষ্টি দাও, যেখানেই দাও দৃষ্টি দেয় আরো একজন; যদিও সুনীল তবু সেখানেই মেঘের গড়ন। যাকেই যে কথা বলো, যাকেই যে কথা শুনে যায় আরো একজন; যদিও নিশ্চুপ তবু অবিরাম পদ্মার ভাঙন। যেখানেই রাখো হাত, যেখানেই রাখো রাখে হাত...

নিরুক্তি- সুধীন্দ্রনাথ দত্ত

আমারে তুমি ভালবাসো না ব’লে, দুঃখ আমি অবশ্যই পাই ; কিন্তু তাতে বিষাদই শুধু আছে, তাছাড়া কোন যাতনা, জ্বালা নাই ।। জনমাবধি প্রণয়বিনিময়ে অনেক বেলা হয়েছে অবসান ; বেজেছে ফলে কেবলই বৃথা ব্যথা, পারিনি কভু করিতে বরদান ।। এ-ভুজমাঝে হাজার রূপবতী আচম্বিতে প্রসাদ হারায়েছে ; অমরা হতে দেবীরা সুধা এনে, গরল নিয়ে নরকে...

তুলনামূলক হাত- নির্মলেন্দু গুণ

তুমি যেখানেই স্পর্শ রাখো সেখানেই আমার শরীর৷ তোমার চুলের ধোয়া জল তুমি যেখানেই খোঁপা ভেঙ্গে বিলাও মাটিকে; আমি এসে পাতি হাত, জলভারে নতদেহ আর চোখের সামগ্রী নিয়ে ফিরি ঘরে, অথবা ফিরি না ঘরে, তোমার চতুর্দিকে শূন্যতাকে ভরে থেকে যাই৷ তুমি যেখানেই হাত রাখো, যেখানেই কান থেকে খুলে রাখো দুল, কন্ঠ থেকে খুলে রাখো...

তরুণী সন্ত - হুমায়ূন আজাদ

যেখানে দাঁড়াও তুমি সেখানেই অপার্থিব আলো ।  তুমি হেটে যাচ্ছো,আমি বহু দূর থেকে দেখছি, তোমার স্যান্ডেল থেকে পুঞ্জ পুঞ্জ জোনাকি শিখার মতো গলে পড়ছে আলো, কংক্রিট,ধুলোবালি ,ঝড়াপাতা রূপান্তরিত হয়ে যাচ্ছে অলৌকিক হীরে মুক্তো সোনা প্রবাল পান্নায়। তোমার স্যান্ডেলের ছোঁয়ায় সোনা হয়ে যাওয়া এক টুকরো মাটি...