Wednesday 8 July 2015

নির্দিষ্ট কোন একজন কে নিজের পুরোটা পৃথিবী বানিয়ে ফেলাটা বিপজ্জনক, চরম বোকামিও বটে | 
কখনও কোন দুর্যোগে সে পৃথিবী লয় হলে দাঁড়াবার ঠাঁইটুকুও থাকেনা...

যারা আপনার মনের মূল্য দেয়না, আপনিও তাদের মূল্য দেয়াতে জন্মের মত ক্ষান্ত দিন..



যদি একা একা নিঃশ্বাস নিতে না পার তবে কৃত্রিম পন্থায় নাও | তবুও বাঁচো.....
আর সেই কৃত্রিম উৎসেরও একটা বিকল্প রাখ |
(কথাটা আমার জীবন দর্শনের সাথে সাংঘর্ষিক তবু লিখলাম | যারা মুমূর্ষু কিন্তু অনুপায় তাদের জন্য)

অভিমানী অনুযোগ গুলো শুনবার কেউ একজন থাকতে হয় | 
ছেলেমানুষী আবদার গুলো মেটাবার জন্য কেউ একজন থাকতে হয়...

ভুলে যাওয়া আর ভুলে থাকা , দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার |
 প্রথমটিতে কর্তার উদাসীনতা ছাড়া আর কোন প্রতিভার দরকার পড়ে না | 
কিন্তু ভুলে থাকতে অভিনয়ে অসাধারণ দক্ষতা থাকা লাগে | 

আর কষ্ট কুরুক্ষেত্র জয়ের সমান...


একলা একা প্রজাপ্রতি 

ভুলে যায় ওড়ার কথা
ডানায় তার ভর করেছে
বিষণ্ণ এক নীরবতা
কি যে শুন্য শুন্য লাগে তুমিহীনা
হৃদয় হারায় চেনা ঠিকানা.... 
কতটা আছ জীবন জুড়ে 
সে তো তুমি জানো না

মনের ওপর জোর খাটিয়ে আপনি শুধুমাত্র যোগাযোগ বন্ধ করে থাকতে পারবেন | 
কিন্তু ভুলে থাকতে পারবেন না...

একটা সম্পর্কে যে অপেক্ষাকৃত কম ভালোবাসে সে তত সুবিধাজনক অবস্থানে থাকে | মরণ হয় শুধু যে খুব বেশী ভালোবাসে তার..

ভালবেসে শুধু বীজ বুনলেই হয়না | দায়িত্ব নিয়ে যত্ন করতে হয় বীজ থেকে গাছ টা জন্মাবার জন্য.....
যত্ন আর মায়া না থাকলে সে ভালবাসার কোন মূল্য নেই..... অযথাই..