আমি যাকে ভালবাসিনা সে যদি আমাকে খুব বাসেও তবুও সে আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ কেউ হবেনা, এটাই স্বাভাবিক। খুবই স্বাভাবিক।
আর এই কথাটা সেই ব্যক্তিও কিন্তু বোঝে। কিন্তু হঠাৎ হঠাৎ ভাল ব্যবহার করে, তাকে মিসগাইডেড & কনফিউজড করাটা ভীষণ অপরাধ। যাকে দেব না, তাকে চাইতে শেখাব কেন?
.
সে তো আমার কাছে কখনই মেজর প্রায়োরিটি পাবেনা, বরং আমি যাকে বাসি সে-ই পাবে সেটাই নিয়ম। আমার ইচ্ছে হলেই তাকে আমি খেয়াল খুশী মত এড়িয়ে যেতে যখন পারব, তখন তাকে কোনভাবেই আমার সাথে এটাচড করবার অধিকার কিন্তু আমার নেই।
যদি কোনভাবে লিংকড থাকেও তবে তার সাথে প্রতি মুহুর্তের আচরনটা সৎ হওয়া উচিত। তার জন্য যে স্পেশাল কিছুই অনুভব করিনা সেই সত্যিটাই তাকে বুঝতে দেয়া উচিত। একই রকমের বিহ্যাভ কন্টিনিউ করা উচিৎ। এই ভাল, এই খারাপ- উহুম, কেন?
.
আমার রাগ, অভিমান তার কাছে যতটা গুরুত্ব পায়, তারটা আমার কাছে পাবেনা সেটা তাকে ভদ্রভাবে সরাসরি বুঝিয়ে দেয়া আমার কর্তব্য।
আমার খামখেয়ালী মন হঠাৎ তাকে বাঁধবার আশ্বাস দেবে আবার ভাল না লাগলেই অপমান করবে, যতক্ষণ মতি ফিরবেনা ততক্ষণ যোগাযোগ বন্ধ রাখবে এবং এই পুরো ঘটনাটাই বৃত্তের মত রিপিট করতে থাকবে এইটা তো acceptable না।
.
আর সবচেয়ে ভাল হয় তাকে একলা বাঁচতে শিখতে দেয়া। আমি তো আর থাকার মত করে তার সাথে কখনও থাকবনা। শুধু শুধু জড়িয়ে কষ্ট দেয়া কেন?
তাকে আমার নিজে থেকেই যেতে দেয়া উচিত। সে হয়ত অন্য কোথাও Belong করে। ভুল করে আমার ঠিকানায় চলে এসেছে।
.
আমি কাউকে ভালবাসিনা সেটা আমার অপরাধ না, কিন্তু তাকে ধরা-ছাড়ার মাঝখানে ঝুলিয়ে রাখার দায়টা অবশ্যই আমার এবং এটা অন্যায়। সে আমার ভালবাসাটা না হয় ডিজার্ভ করেনা, কিন্তু সর্বদা ভাল ব্যবহারটা তো ডিজার্ভ করে। আর যদি এটুকুও না পায়, তো রূঢ় আচরণও ডিজার্ভ করেনা....
Sunday, 1 January 2017
আহা.. ভালোবেসে না-কেঁদে
কে পারে।
তবুও সিঁড়ির পথে
তুলে দিয়ে অন্ধকারে যখন গেলাম চলে চুপে
তুমিও দেখনি ফিরে-তুমিও ডাকনি আর-আমিও খুঁজি নি অন্ধকারে
- জীবনানন্দ দাশ
Saturday, 31 December 2016
প্রথম বয়সের প্রথম প্রেম অনেকগুলি ছোটখাটো বাধার দ্বারা মধুর। লজ্জার বাধা, ঘরের লোকের বাধা, অনভিজ্ঞতার বাধা, এইগুলির অন্তরাল হইতে প্রথম পরিচয়ের যে আভাস দিতে থাকে তাহা ভোরের আলোর মত রঙিন; তাহা মধ্যাহ্নের মত সুস্পষ্ট, অনাবৃত এবং বর্ণচ্ছটাবিহীন নহে।
- দর্পহরণ
স্বভাব এতই চাপা যে, হৃদয়ের কোন বেদনা প্রকাশ করিতে চাহেনা।
যাহাদের প্রকৃতি এইরূপ তাহাদের ভালোবাসা সুগভীর এবং বেদনাও অত্যন্ত বেশী।
- নষ্টনীড়
যে মানুষটা আপনার লাইফে না থাকলে সমস্যা এবং কোনরকমে থাকলেও ভীষণ সমস্যা সেই মানুষটার লাইফে যদি আপনার থাকা, না থাকা কোনটাই কোন সমস্যা না হয় তাহলে তাকে চিরতরে গুডবাই বলে সমস্যা সমাধান করুন....
Sunday, 25 December 2016
যাদের হৃদয় বলে " কাছে আসুক "
আর মস্তিষ্ক বলে "কখনও না"
তাদের হয়ত আর আলাদা করে "উভয় সংকট" বাগধারাটির অর্থ শিখতে হয়না :-)
নিজেদের ব্যাকরণহীন জীবন দিয়েই বাংলা ব্যকরণের এই পাঠ তারা শিখে নেয়। :-)
গম্ভীর বা চুপচাপ বলে সে আর মিশুক এবং হিউমরাস বা সূক্ষ্ম রসবোধসম্পন্ন হতে পারবেনা এমনটা ভাবার কোন কারণ যেমন নেই, তেমনি হাসিখুশী বা মিশুক বলেই কেউ ছ্যাবলা সস্তা টাইপের হবে এইরকম ভাবাও বরং এক প্রকারের ছ্যাবলামি...
নির্দিষ্ট একজনই শুধু স্যাক্রিফাইস করে এমন সম্পর্ক কোনভাবেই কন্টিনিউ করা উচিত না। কন্টিনিউয়াসলি স্যাক্রিফাইস করতে করতেএকসময় ভয়ংকর রকম ক্লান্তি এসে গ্রাস করবে। আর এমন সম্পর্ক ভাঙা কিংবা টিকিয়ে রাখা দুইটাই প্রচন্ড প্রচন্ড পেইনফুল....
ভালবাসা মানে ঝগড়া করে "আর কক্ষনো কথা বলব না" ভাবার কিছু সময় পরেই হঠাৎ আবিষ্কার করা,
আনমনে সেই কখন থেকে যেন তার সাথে মনে মনে কথা বলতে শুরু করেও দিয়েছেন এরইমধ্যে....