Pretty Wings"
[Verse 1:]
Time will bring the real end of our trial
One day there'll be no remnants
No trace, no residual feelings within ya
One day you won't remember me
Your face will be the reason I smile
But I will not see what I cannot have forever
I'll always love ya, I hope you feel the same
[Hook:]
Oh...
Tuesday, 10 January 2017
Broken Wings - Alter Bridge
[Verse 1]
Fight the fight alone
When the world is full of victims
Dims a fading light in our souls
Leave the peace alone
How we all are slowly changing
Dims a fading light in our souls
[Pre-Chorus]
In my opinion, seeing is to know
The things we hold are always first to go
And who's to say we won't end...
Broken Wings- MR. Mister
Baby, don't understand
Why we can't just hold on to each others' hands
This time might be the last, I fear
Unless I make it all too clear
I need you so, ohh
Take these broken wings
And learn to fly again
Learn to live so free
When we hear the voices sing
The book of love will open up and let us in
Take...
Monday, 9 January 2017
আজকাল সম্পর্কগুলোয় মানুষ (ছেলে মেয়ে উভয়ই) এত বেশী ফ্লার্ট করে,
এত বেশী মিথ্যে আবেগী কথা বলে ইম্প্রেস করার চেষ্টা করে,
যে সত্যি সত্যি ভালবেসে কেউ তার শুদ্ধতম অনুভুতিটা জানালেও, যাকে জানানো হল সে ভাবে It's just fun.
সত্যিই যে কাউকে দেখার জন্য কেউ দীর্ঘসময় অপেক্ষা করতে পারে,
কারোর হঠাৎ একটু করে দূরে সরে...
Sunday, 8 January 2017
Saturday, 7 January 2017
আমরা দুজন ছিন্ন নাটাই, ভিন্ন সুতোয় দুইটি ঘুড়ি
ভিন্ন আকাশ, ভিন্ন ছুতোয়, ভিন্ন চাওয়ায় দুজন উড়ি,
সমান্তরাল দুইটি রেখা দুই কালিতে আমরা টানা
আমরা দুজন থাকবো দুই-ই, এক হবো না, এক হবো না...
- ফয়সাল ফেরদ...
যদি বাসোই - তসলিমা নাসরিন
তুমি যদি ভালোই বাসো আমাকে, ভালোই যদি
বাসো,
তবে বলছো না কেন যে ভালো বাসো! কেন
সব্বাইকে জানিয়ে দিচ্ছ না যে
ভালোবাসো!
আমার কানের কাছেই যত তোমার দুঃসাহস!
যদি ভালোবাসো, ওই জুঁইফুলটি কেন জানে না
যে ভালোবাসো!
ফুলটির দিকে এত যে চেয়ে রইলাম, আমাকে
একবারও তো বললো না যে ভালোবাসো!
এ কীরকম ভালোবাসা গো! কেবল আমার
সামনেই...
Friday, 6 January 2017
দুই ধরনের মানুষকে আমি নিজে থেকে ছেড়ে চলে আসি কিংবা আমাকে ছেড়ে যেতে দেই বা নিজেই যেতে বলি -
.
১. যাদের লাইফে আমি সবসময় থাকতে পারবনা।
.
২. যারা আমার লাইফে সব সময় থাকবেনা ।...
কোন "একজন" ভালবাসেনি বলে মরে যাবার কথা না ভেবে,
বরং কেউ না কেউ একজন ভাল না বাসা অব্দি বেঁচে থাকবার পণ করা উচিত....