Tuesday, 10 January 2017

Pretty Wings- Maxwell

Pretty Wings"

[Verse 1:]
Time will bring the real end of our trial
One day there'll be no remnants
No trace, no residual feelings within ya
One day you won't remember me

Your face will be the reason I smile
But I will not see what I cannot have forever
I'll always love ya, I hope you feel the same

[Hook:]
Oh you played me dirty, your game was so bad
You toyed with my affliction
Had to fill out my prescription
Found the remedy, I had to set you free

Away from me
To see clearly the way that love can be
When you are not with me
I had to live, I had to live
I had to leave, I had to leave

[Chorus:]
If I can't have you, let love set you free
To fly your pretty wings around
Pretty wings, your pretty wings
Your pretty wings, pretty wings around

[Verse 2:]
I came wrong you were right
Transformed your love into light
Baby believe me I'm sorry I told you lies

I turned day into night
Sleep 'til I died a thousand times
I should've showed you
Better nights better times better days
I miss you more and more

[Chorus:]
If I can't have you, let love set you free
To fly your pretty wings around
Pretty wings, your pretty wings
Your pretty wings, your pretty wings around
So pretty wings, your pretty wings around
Your pretty wings, your pretty wings around
So pretty wings, oh, pretty wings around
Pretty wings, your pretty wings around

[Repeat until end:]
Your pretty wings, pretty wings around

Broken Wings - Alter Bridge

[Verse 1]
Fight the fight alone
When the world is full of victims
Dims a fading light in our souls

Leave the peace alone
How we all are slowly changing
Dims a fading light in our souls

[Pre-Chorus]
In my opinion, seeing is to know
The things we hold are always first to go
And who's to say we won't end up alone?

[Chorus]
On broken wings I'm falling
And it won't be long
The skin on me is burning
By the fires of the sun
On skinned knees, I'm bleeding
And it won't be long
I've got to find that meaning
I'll search for so long

[Verse 2]
Cry ourselves to sleep
We will sleep alone forever
Will you lay me down in the same place with all I love

Mend the broken homes
Care for them they are our brothers
Save the fading light in our souls

[Pre-Chorus]
In my opinion seeing is to know
What you give will always carry you
And who's to say we won't survive it too?

[Chorus]
On broken wings I'm falling
And it won't be long
The skin on me is burning
By the fires of the sun
On skinned knees, I'm bleeding
And it won't be long
I've got to find that meaning
I'll search for so long

[Bridge]
Set afree all
Relying on their will
To make me all that I am
And all I'll be

Set afree all
Relying on their will
To make me all that I am
And all I'll be

[Chorus]
On broken wings I'm falling
And it won't be long
The skin on me is burning
By the fires of the sun
On skinned knees, I'm bleeding
And it won't be long
I've got to find that meaning
I'll search for so long

Broken Wings- MR. Mister

Baby, don't understand
Why we can't just hold on to each others' hands
This time might be the last, I fear
Unless I make it all too clear
I need you so, ohh

Take these broken wings
And learn to fly again
Learn to live so free
When we hear the voices sing
The book of love will open up and let us in
Take these broken wings

Baby, I think tonight
We can take what was wrong and make it right, mmm
Baby, it's all I know
That you're half of the flesh
And blood that makes me whole
I need you so

Monday, 9 January 2017

আজকাল সম্পর্কগুলোয় মানুষ (ছেলে মেয়ে উভয়ই) এত বেশী ফ্লার্ট করে,
এত বেশী মিথ্যে আবেগী কথা বলে ইম্প্রেস করার চেষ্টা করে,
যে সত্যি সত্যি ভালবেসে কেউ তার শুদ্ধতম অনুভুতিটা জানালেও, যাকে জানানো হল সে ভাবে It's just fun.

সত্যিই যে কাউকে দেখার জন্য কেউ দীর্ঘসময় অপেক্ষা করতে পারে,
কারোর হঠাৎ একটু করে দূরে সরে যাওয়ায় কেউ সারা রাত অসহ্য বুকে ব্যথায় (একদম শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক স্লো হয়ে যাওয়া) না ঘুমিয়ে কাটাতে পারে,
একটা মানুষ কে কেউ প্রতি ঘন্টায় একবার করে হলেও মনে করতে পারে,
কারো জন্য কাঁদতে কাঁদতে সত্যিই যে চোখ ব্যথা হয়ে যেতে পারে,
তার একটু অচেনা মানুষের মত আচরণে কয়েকবেলার খিদে নষ্ট হয়ে যেতে পারে, প্রচণ্ড অস্থিরতায় উদভ্রান্তের মত লাগতে পারে,
পারে আরো অনেক কিছুই এইসব কথা আজকাল মে বি কেউ বিশ্বাসই করতে পারেনা। যাকে বলা হয় সে হয় অবাক, আর যে বলে সে হয় পুরো বোকা, হাসির পাত্র।

Sunday, 8 January 2017

তব মুখখানি খুঁজিয়া ফিরি গো
সকল ফুলের মুখে,
ফুল ঝরে যায় তব স্মৃতি
জাগে কাঁটার মতন বুকে.....
--কাজী নজরুল ইসলাম

বিকল্প খুঁজে নিতে পারা মানুষদের আমার ঈর্ষা হয়...

Saturday, 7 January 2017

আমরা দুজন ছিন্ন নাটাই, ভিন্ন সুতোয় দুইটি ঘুড়ি
ভিন্ন আকাশ, ভিন্ন ছুতোয়, ভিন্ন চাওয়ায় দুজন উড়ি,
সমান্তরাল দুইটি রেখা দুই কালিতে আমরা টানা
আমরা দুজন থাকবো দুই-ই, এক হবো না, এক হবো না...
- ফয়সাল ফেরদৌস

এমন প্রশ্ন আমি কখনও কাউকে করিনা,
যে প্রশ্নের উত্তর শুনতে আমার খারাপ লাগবে।

আমার রাগ কম না, শুধু রাগ কন্ট্রোল করবার ক্ষমতাটা বেশী....

আমি চোখে অকৃত্রিম বিষাদ নিয়ে,
ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে রাখা কেউ একজন।

যদি বাসোই - তসলিমা নাসরিন

তুমি যদি ভালোই বাসো আমাকে, ভালোই যদি
বাসো,
তবে বলছো না কেন যে ভালো বাসো! কেন
সব্বাইকে জানিয়ে দিচ্ছ না যে
ভালোবাসো!
আমার কানের কাছেই যত তোমার দুঃসাহস!
যদি ভালোবাসো, ওই জুঁইফুলটি কেন জানে না
যে ভালোবাসো!
ফুলটির দিকে এত যে চেয়ে রইলাম, আমাকে
একবারও তো বললো না যে ভালোবাসো!
এ কীরকম ভালোবাসা গো! কেবল আমার
সামনেই নাচো!
এরকম তো দুয়োর বন্ধ করে চুপি চুপি তুমি যে
কারও সামনেই নাচতে পারো।
আমি আর বিশ্বাস করছি না, যতই বলো।
আগে আমাকে পাখিরা বলুক, গাছেরা গাছের
পাতারা ফুলেরা বলুক,
আকাশ বলুক, মেঘ বৃষ্টি বলুক, রোদ বলুক চাঁদের
আলো বলুক, নক্ষত্ররা বলুক,
পাড়া পড়শি বলুক, হাট বাজারের লোক বলুক,
পুকুরঘাট বলুক, পুকুরের জল বলুক যে
তুমি ভালোবাসো আমাকে!
শুনতে শুনতে যখন আর তিষ্ঠোতে না পারবো তখন
তোমাকে ওই চৌরাস্তায় তুলে একশ
লোককে দেখিয়ে চুমু খাবো, যা হয় হবে।
ভালোবাসা কি গোপন করার জিনিস! দেখিয়ে
দেখিয়েই তো
শুনিয়ে শুনিয়েই তো ভালোবাসতে হয়।
ভালোবাসা নিয়ে আমরা জাঁকালো উৎসব
করবো, ধেই ধেই নাচবো, নাচাবো,
সুখবর বুঝি আমরা চারদিকে ঢোল বাজিয়ে
জানিয়ে দিই না!
জুইঁফুলটি যেদিন বলবে যে তুমি আমাকে
ভালোবাসো, সেদিনই কিন্তু তোমাকে
বলবো যে
তোমাকেও বাসি, তার আগে একটুও নয়।

Friday, 6 January 2017

দুই ধরনের মানুষকে আমি নিজে থেকে ছেড়ে চলে আসি কিংবা আমাকে ছেড়ে যেতে দেই বা নিজেই যেতে বলি -
.
১. যাদের লাইফে আমি সবসময় থাকতে পারবনা।
.
২. যারা আমার লাইফে সব সময় থাকবেনা ।

কোন "একজন" ভালবাসেনি বলে মরে যাবার কথা না ভেবে,
বরং কেউ না কেউ একজন ভাল না বাসা অব্দি বেঁচে থাকবার পণ করা উচিত...

পৃথিবীতে "তুমি" ই একমাত্র মানুষ নয় যার ওপর কোন রকমের কোন অধিকার নেই।
অথচ আর সবার বেলায় কিচ্ছুটি মনে না হলেও ঐ এক "তুমি" এর বেলায় কষ্টে হৃদস্পন্দনের বারোটা বেজে তেরোটার কাটা ঝুলতে থাকে...