Tuesday, 3 October 2017

কোথায় তুমি

"কোথায় তুমি?
হারিয়ে গেছি।
হারিয়ে গেছি শেষ বিকেলের সূর্য ডোবা অন্ধকারে
হারিয়ে গেছি এই আকাশের মেঘের ভিড়ে
অর্থ ছাড়া অর্থহীনের এই শহরে
হারিয়ে গেছি ট্রাফিক জ্যামের লাল বাতিতে
শুন্য গতির চাকায় চেপে ঘামতে থাকা দুর্গতিতে
হারিয়ে গেছি ছুটতে থাকা সব মানুষের প্রবল ভীড়ে।
হারালে কখন ?
এই কিছুক্ষণ আগেই বোধহয়
না হয় তারও একটু আগে
কি আসে যায় যদি হারাই আরো আগে
কেমন হবে বলতো দেখি হারাই যদি ভবিষ্যতে।
অনেক হলো এবার বলো
এখন তুমি কোন জাগাতে?
এখন আমি তোমার চোখের হাসি মাখা মুগ্ধতাতে
নয়তো তোমার ঠোঁট বাঁকানো বিরক্তিতে
এখন আমি তোমার ফোনের অন্য পাশে
তোমার সাথেই এই পৃথিবীর এক বাতাসে
অনেক হলো এখন বলো ফিরবে কখন?
ফিরতে হবে?

কিছু কিছু বন্ধুত্ব (!!)

কিছু কিছু বন্ধুত্ব (!!) দেখলে সেটাকে বন্ধুর সম্পর্কের চেয়ে মনিব-ভৃত্যের সম্পর্কই মনে হয় বেশী।
লোকে অবশ্য এদের প্রেমিক-প্রেমিকাও ভাবে ।

আমরা আমাদের যোগ্য সহচর খুঁজি।

আমরা আমাদের যোগ্য সহচর খুঁজি।
কিন্তু যোগ্যতায় যে আমার সমান ,
সে তো আমার সহচর হবেনা।
সে হবে প্রতিদ্বন্দ্বী।

ঈশ্বরের ছবি আঁকতে ইচ্ছে

ঈশ্বরের ছবি আঁকতে ইচ্ছে হয়েছিল, তিনি পৃথিবী বানালেন।
মুভি বানাতে ইচ্ছে হল,তাই মানুষ সৃষ্টি করলেন....
আর ভিডিও গেম খেলতে ইচ্ছে করলেই দুটো পক্ষের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন।