Wednesday, 1 November 2017

Tuesday, 31 October 2017

আমার চোখে বৃষ্টি ভিজছে খুব __ রুদ্র গোস্বামী।

ভীষণ একলা হয়ে যাচ্ছি আরও দূর
আমি একলা হেঁটে যাচ্ছি সমুদ্দুর
আয় একটিবার তুই সন্ধ্যা নামার আগে
আয় একটিবার তুই বুকের বারান্দায়
আয় একটি বার তুই অভিমানে রাগে
আয় একটিবার তুই বাক-বিতন্ডায়
তোকে বুঝতে থাকার চেষ্টায়
আমি পেরুচ্ছি রোদ্দুর
আমি একলা হেঁটে যাচ্ছি সমুদ্দুর
আমার চোখে বৃষ্টি ভিজছে খুব
ক্লান্ত পাতায় ঘুমের আফসোস
আয় একটিবার তুই স্বপ্ন দেখার রঙ
আয় একটিবার তুই ঠোঁটের শব্দকোষ
একলা আমার লাগছে ভীষণ ভয়
আমি নিজের কাছেই বাড়াচ্ছি বিস্ময়
তোকে ভুলতে থাকার চেষ্টা
আমার হারিয়ে দিচ্ছে সুর
আমি একলা হেঁটে যাচ্ছি সমুদ্দুর

Tuesday, 3 October 2017

যারা ভালবেসে মানিয়ে নেয়

যারা ভালবেসে মানিয়ে নেয়,
তারা মানিয়ে নিতে ভালবাসে।
কিন্তু যারা মানিয়ে নিতে নিতে ভালবাসে,
নিয়তি তাদের মানিয়ে নিতে বাধ্য করে।

কোথায় তুমি

"কোথায় তুমি?
হারিয়ে গেছি।
হারিয়ে গেছি শেষ বিকেলের সূর্য ডোবা অন্ধকারে
হারিয়ে গেছি এই আকাশের মেঘের ভিড়ে
অর্থ ছাড়া অর্থহীনের এই শহরে
হারিয়ে গেছি ট্রাফিক জ্যামের লাল বাতিতে
শুন্য গতির চাকায় চেপে ঘামতে থাকা দুর্গতিতে
হারিয়ে গেছি ছুটতে থাকা সব মানুষের প্রবল ভীড়ে।
হারালে কখন ?
এই কিছুক্ষণ আগেই বোধহয়
না হয় তারও একটু আগে
কি আসে যায় যদি হারাই আরো আগে
কেমন হবে বলতো দেখি হারাই যদি ভবিষ্যতে।
অনেক হলো এবার বলো
এখন তুমি কোন জাগাতে?
এখন আমি তোমার চোখের হাসি মাখা মুগ্ধতাতে
নয়তো তোমার ঠোঁট বাঁকানো বিরক্তিতে
এখন আমি তোমার ফোনের অন্য পাশে
তোমার সাথেই এই পৃথিবীর এক বাতাসে
অনেক হলো এখন বলো ফিরবে কখন?
ফিরতে হবে?

কিছু কিছু বন্ধুত্ব (!!)

কিছু কিছু বন্ধুত্ব (!!) দেখলে সেটাকে বন্ধুর সম্পর্কের চেয়ে মনিব-ভৃত্যের সম্পর্কই মনে হয় বেশী।
লোকে অবশ্য এদের প্রেমিক-প্রেমিকাও ভাবে ।

আমরা আমাদের যোগ্য সহচর খুঁজি।

আমরা আমাদের যোগ্য সহচর খুঁজি।
কিন্তু যোগ্যতায় যে আমার সমান ,
সে তো আমার সহচর হবেনা।
সে হবে প্রতিদ্বন্দ্বী।