স্মৃতির পাখি শিস দিয়ে যায়
বুকের গহিন হিজলবনে
এপাশ-ওপাশ ঘুম আসেনা,
কী যে ভীষণ পড়ছে মনে
- আবদুল্লাহ আল ইমর...
Sunday, 15 December 2019
Tuesday, 10 December 2019
বিচ্ছেদের পর- ইমতিয়াজ মাহমুদ
তোমার সাথে আমার বিয়ে হলে বনিবনা হতো না। আমাকে তুমি একদম
সহ্য করতে পারতে না। আমি তোমাকে দেখতে পারতাম না। আমাদের
খুব দুর্দশা হতো। প্রতিবেশীদের উৎকন্ঠা। তোমার ছায়া দেখতেও আমার
ঘৃণা লাগতো। তোমার সন্দেহ হতো ... সব ছেড়েছুড়ে দূরে কোথাও পালিয়ে
যাবার কথা বলতে ... আমি হত্যা করার কথা ভাবতাম ... তুমি কেবল...
Monday, 2 December 2019
Saturday, 23 March 2019
ঈশ্বর আর প্রেমিকের সংলাপ – জয় গোস্বামী
— ‘সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে?’
বিনা চেষ্টায় মরে যাব একেবারে
— ‘সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান?’
বৃষ্টিতে, আমি বৃষ্টিতে খানখান
— ‘সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি?’
পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি
— ‘উড়বে?– আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা?’
পড়তে পড়তে ধরে নেব ওর শাখা
— ‘যদি শাখা থেকে নীচে ফেলে দেয় তোকে?’
কী...
Sunday, 3 March 2019
I have wandered miles with a heavy heart and a light head...
I have wandered miles with a heavy heart and a light head....
Tuesday, 1 January 2019
একটু উষ্ণতার জন্য
আপনাকে বহু দিন বলেছি, যা দিতে পারি, সেটুকু দেওয়ার আনন্দ থেকে আমাকে বঞ্চিত করে, যা দিতে পারি না তা না-দেওয়ার বেদনাকে আরো তীব্র করবেন না।
-
একটু উষ্ণতার জন্...
Sunday, 2 December 2018
যদি যেতে চাও- তসলিমা নাসরিন
যদি যেতে চাও, এভাবেই যেও--
ঠিক যেভাবে গেছ
ঠিক যেভাবে, আলগোছে, টের না পাই
দরজা আধখোলা রেখে
ফিরে আসবে ভেবে যেন কোনদিন খিল না দিই।
যেও, যেতেই যদি হয়-- দু চারটা কাপড় ভুল করে
আলনায় ফেলে-- এভাবেই
স্নানঘরে রেখে যেও তোয়ালে
এক জোড়া চপ্পল-- এভাবেই।
দমকা বাতাসও কড়া নাড়ে সময় সময়
কোনও কোনও রাতে এরকমও ভেবে নেব, বুঝি...
ব্যক্তিগত ব্যাপার- তসলিমা নাসরিন
ভুলে গেছো যাও,
এরকম ভুলে যে কেউ যেতে পারে,
এমন কোনও অসম্ভব কীর্তি তুমি করোনি,
ফিরে আর তাকিও না আমার দিকে,
আমার শূন্যতার দিকে।
আমি যেভাবেই আছি, যেভাবেই থাকি
এ আমার জীবন, তুমি এই
জীবনের দিকে আর করুণ করুণ চোখে
তাকিয়ে না কোনওদিন।
ভুলে গেছো যাও, বিনিময়ে আমি যদি
ভুলে না যাই তোমাকে, যেতে না পারি
সে আমার ব্যক্তিগত...
আরও একজন- সৈয়দ শামসুল হক
যেখানেই যাও তুমি, যেখানেই যাও
সঙ্গে যায় আরো একজন;
যদিও অদূরে তবু তার দূরত্ব ভীষণ।
যেখানেই দৃষ্টি দাও, যেখানেই দাও
দৃষ্টি দেয় আরো একজন;
যদিও সুনীল তবু সেখানেই মেঘের গড়ন।
যাকেই যে কথা বলো, যাকেই যে কথা
শুনে যায় আরো একজন;
যদিও নিশ্চুপ তবু অবিরাম পদ্মার ভাঙন।
যেখানেই রাখো হাত, যেখানেই রাখো
রাখে হাত...
নিরুক্তি- সুধীন্দ্রনাথ দত্ত
আমারে তুমি ভালবাসো না ব’লে,
দুঃখ আমি অবশ্যই পাই ;
কিন্তু তাতে বিষাদই শুধু আছে,
তাছাড়া কোন যাতনা, জ্বালা নাই ।।
জনমাবধি প্রণয়বিনিময়ে
অনেক বেলা হয়েছে অবসান ;
বেজেছে ফলে কেবলই বৃথা ব্যথা,
পারিনি কভু করিতে বরদান ।।
এ-ভুজমাঝে হাজার রূপবতী
আচম্বিতে প্রসাদ হারায়েছে ;
অমরা হতে দেবীরা সুধা এনে,
গরল নিয়ে নরকে...
তুলনামূলক হাত- নির্মলেন্দু গুণ
তুমি যেখানেই স্পর্শ রাখো সেখানেই আমার শরীর৷
তোমার চুলের ধোয়া জল তুমি যেখানেই
খোঁপা ভেঙ্গে বিলাও মাটিকে;
আমি এসে পাতি হাত, জলভারে নতদেহ আর
চোখের সামগ্রী নিয়ে ফিরি ঘরে, অথবা ফিরি না ঘরে,
তোমার চতুর্দিকে শূন্যতাকে ভরে থেকে যাই৷
তুমি যেখানেই হাত রাখো, যেখানেই কান থেকে
খুলে রাখো দুল, কন্ঠ থেকে খুলে রাখো...
তরুণী সন্ত - হুমায়ূন আজাদ
যেখানে দাঁড়াও তুমি সেখানেই অপার্থিব আলো ।
তুমি হেটে যাচ্ছো,আমি বহু দূর থেকে দেখছি,
তোমার স্যান্ডেল থেকে পুঞ্জ পুঞ্জ জোনাকি শিখার মতো গলে পড়ছে আলো,
কংক্রিট,ধুলোবালি ,ঝড়াপাতা রূপান্তরিত হয়ে যাচ্ছে অলৌকিক হীরে মুক্তো সোনা প্রবাল পান্নায়।
তোমার স্যান্ডেলের ছোঁয়ায় সোনা হয়ে যাওয়া এক টুকরো মাটি...
Wednesday, 28 November 2018
Deadpool 2
Listen to the pain.
It's both history teacher and fortune teller.
Pain teaches us who we are, wade.
Sometimes, it's so bad.
We feel like we are dying.
But we can't really live till we've died a little, can we?...
Wednesday, 14 November 2018
Toni Morrison (The Bluest Eye)
"Love is never any better than the lover.Wicked people love wickedly,violent people love violently,weak people love weakly,stupid people love stupidly,but the love of a free man is never safe.There is no gift for the beloved.The lover alone possesses his gift of love.The loved one is shorn,neutralized,frozen...