Saturday, 31 December 2016

প্রথম বয়সের প্রথম প্রেম অনেকগুলি ছোটখাটো বাধার দ্বারা মধুর। লজ্জার বাধা, ঘরের লোকের বাধা, অনভিজ্ঞতার বাধা, এইগুলির অন্তরাল হইতে প্রথম পরিচয়ের যে আভাস দিতে থাকে তাহা ভোরের আলোর মত রঙিন; তাহা মধ্যাহ্নের মত সুস্পষ্ট, অনাবৃত এবং বর্ণচ্ছটাবিহীন নহে।
- দর্পহরণ

স্বভাব এতই চাপা যে,  হৃদয়ের কোন বেদনা প্রকাশ করিতে চাহেনা।
যাহাদের প্রকৃতি এইরূপ তাহাদের ভালোবাসা সুগভীর এবং বেদনাও অত্যন্ত বেশী।
- নষ্টনীড়

ভালবাসা মানে হয়ত ওটাই যে,
রোজ রাতে কেউ একজন আপনার জন্য লাল টকটকে চোখ নিয়ে ঘুমোতে  যায়.....

যে মানুষটা আপনার লাইফে না থাকলে সমস্যা এবং কোনরকমে থাকলেও ভীষণ সমস্যা সেই মানুষটার লাইফে যদি আপনার থাকা, না থাকা কোনটাই কোন সমস্যা না হয় তাহলে তাকে চিরতরে গুডবাই বলে সমস্যা সমাধান করুন....

একা থাকলে আমার যতটা একা একা লাগে, তার চেয়ে অনেক বেশী একা লাগে অনেক মানুষের মধ্যে থাকলে...

Sunday, 25 December 2016

যাদের হৃদয় বলে " কাছে আসুক "
আর মস্তিষ্ক বলে "কখনও না"
তাদের হয়ত  আর আলাদা করে "উভয় সংকট" বাগধারাটির অর্থ শিখতে হয়না :-)
নিজেদের ব্যাকরণহীন জীবন দিয়েই বাংলা ব্যকরণের এই পাঠ তারা শিখে নেয়। :-)

গম্ভীর বা চুপচাপ বলে সে আর মিশুক এবং হিউমরাস বা সূক্ষ্ম রসবোধসম্পন্ন হতে পারবেনা এমনটা ভাবার কোন কারণ যেমন নেই, তেমনি হাসিখুশী বা মিশুক বলেই কেউ ছ্যাবলা সস্তা টাইপের হবে এইরকম ভাবাও বরং এক প্রকারের ছ্যাবলামি...

নির্দিষ্ট একজনই শুধু স্যাক্রিফাইস করে এমন সম্পর্ক কোনভাবেই কন্টিনিউ করা উচিত না। কন্টিনিউয়াসলি স্যাক্রিফাইস  করতে করতেএকসময় ভয়ংকর রকম ক্লান্তি এসে গ্রাস করবে। আর এমন সম্পর্ক ভাঙা কিংবা টিকিয়ে রাখা দুইটাই প্রচন্ড প্রচন্ড পেইনফুল....

ভালবাসা মানে ঝগড়া করে "আর কক্ষনো কথা বলব না" ভাবার কিছু সময় পরেই হঠাৎ আবিষ্কার করা,
আনমনে সেই কখন থেকে যেন তার সাথে মনে মনে কথা বলতে শুরু করেও দিয়েছেন এরইমধ্যে....

রাগ করে চলে গিয়ে থাকা যায়না।
রাগ পড়ে গেলে খুব করে ফিরে আসতে মন চাইবে।
সত্যিই যেতে চাইলে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে একদিন ডিসিশন নিয়ে ফেলতে হয়, "অনেক হয়েছে  আমি এবার যাব"

Tuesday, 20 December 2016

তুমি বরং তার সঙ্গেই থাকো,
যার সঙ্গে তোমার ভীষণ যায়।
আমি না হয় মানিয়ে নেওয়া শিখে,
থাকবো না আর তুমুল অপেক্ষায়...

- ইশতিয়াক  আহমেদ

Saturday, 10 December 2016

যার উষ্ণ আঁচে ভালবাসা বাঁচে
সে হৃদয় ভাঙে তা মানিনা....

Tuesday, 6 December 2016

যাকে ছাড়া যাপিত জীবনের প্রায় পুরোটাই কাটানো হয়েছে।
যাকে ছাড়া বাকিটা জীবনের পুরোটাই কাটাতে হবে, সেই তাকেই এক মুহুর্তের জন্যে ছাড়বার কথা ভাবাও যায়না,
সাথে সাথে বাম অলিন্দের ব্যথারা নিজেদের অস্তিত্ব জানান দেয়...

Thursday, 1 December 2016

How does it feel when you know "everything" but you have to pretend you don't ?

কিছু নম্বর থেকে হঠাৎ ভুল করে কল চলে আসতেই পারে।  কিন্তু ভুলেও সেইসব কল রিসিভ করবার মত ভুল করতে নেই....

Tuesday, 29 November 2016

We just had a destiny together.
But we are not destined to be together.....

Monday, 28 November 2016

I don't feel sad that nobody loves me.
Rather I'll  be very scared if anybody does.

How does it feel when you know no one can fix your broken heart even not that one who broke it?

অনেকেই পছন্দ করে,
কিন্তু কেউ "অনেক" পছন্দ করেনা।
অনেকেই বলে "ভালবাসি"
কিন্তু কেউই ভালবেসে বলেনা।

Tuesday, 15 November 2016

অনেকেরই হয়ত এমন কেউ না কেউ থাকে বা ছিল, যার সাথে প্রচন্ড ইচ্ছে করলেও কথা শুরু করা হয়না, 
আর শেষ করতে ইচ্ছে করবেনা বলে.. 

দুজনারই দুজনকে বলা হয় "কষ্ট হচ্ছে"।
শুধু পার্থক্যটা হল, সে জানে আপনারটা তার জন্য। কিন্তু আপনি জানেন তারটা আপনার জন্যে নয়....

Sunday, 30 October 2016

যেতে পারবে ? __ রুদ্র গোস্বামী।

যেতে পারবে ?
__ রুদ্র গোস্বামী।
এই যে তুমি বার বার চলে যাই বলো
ধরো তুমি চলে গেছো
খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো
কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক
আমার চোখের দিকে তাকিয়ে
তুমি কি তখন মুখ লুকাতে পারবে ?
বলো পারবে ?
ধরো এসে দেখো যদি
হাতে আমার ভেজা রুমাল, আর
তখনও অপেক্ষায় আমি,যাইনি কোথাও
যদি বলি, এলে কেন ?
চাই না তোমায়,চলে যাও যেখানে ছিলে
আমাকে জড়িয়ে না ধরে তখন তুমি পারবে?
বলো পারবে ?
এই যে আমাদের কাছে
আমিও আসি আর তুমিও আসো
এ কথা তো জানে দশজনে
ভালবাসাবাসি কতখানি আছে তোমার আমার
এতো ভালবাসা ছেড়ে
তুমি কি কোথাও যেতে পারবে ?
বলো যেতে পারবে ?

Wednesday, 26 October 2016

তোমার উঠোন রাঙিয়ে দিক
ভোরের সূর্যালোক,
আমার চোখে মূষলধারে
অঝোর বৃষ্টি হোক

কেউ স্বার্থের জন্য কিংবা স্রেফ খামখেয়ালিতে ছেড়ে যেতে চাচ্ছে, অপমানিত হবার জন্য এইই কি যথেষ্ট নয়? এরপরেও তাকে বারবার থেকে যেতে অনুরোধ করে কেন আবার নিজেকে দ্বিগুণ অপমান করতে যায় মানুষ? খুব কি দরকার?

আরও একটা জন্ম পেলে আমি স্রেফ একা থাকতে চাই।
এই জন্মের চেয়েও বেশী একা....

পনার হাসির কারণ যদি একমাত্র আপনাকেই হতে হয়,
তবে কান্নার কারণ কেন অন্য কাউকে হতে দেবেন? 

Sunday, 23 October 2016

দেবার মত কোন উত্তর যখন থাকেনা,
কিংবা থাকলেও দেবার ইচ্ছেটা থাকেনা, 
তখনই তো মানুষ প্রশ্ন এড়ায়..... 

Sunday, 16 October 2016

আমি ছোটবেলা থেকেই ড্রয়িং এ খারাপ। আঁকাআঁকি টা আমার ঠিক আসেনা
.
ফলাফল :- কারো মনেই কখনও দাগ টাগ কাটতে পারিনি..

আপনি সারা পৃথিবীর পেছনে দৌড়ালেও, যে মানুষটা আপনাকে তার পৃথিবী বানিয়ে, আপনার পৃথিবীর বাইরে কোথাও এক কোণে,
শুধু আপনার জন্য চোখের ভেতর একটা সমুদ্র আর হৃদয়ে এক হিমালয় ভালবাসা নিয়ে অপেক্ষা করে,
তাকে ভালবাসা যায়ই না শুধু, তাকে ভালবাসতে হয়...
.
কিন্তু বাস্তবতা হল, এদের আমরা কখনও খেয়ালই করিনা....

যে মানুষটার জন্য একসময় আপনার অনন্তকাল পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করত। সে মানুষটার জন্যই একদিন হয়ত আপনার ভীষণ ভাবে মরে যেতে ইচ্ছে করবে......

আমি কেন স্বাদ পাই না ভাতে
কেনইবা ঘুম আসেনা রাতে
আমার কেন বিষম ব্যথা বুকের গহীনটাতে...
.
আমি যদি হাত রাখি অন্য কারোর হাতে
কিংবা যদি ঘর বাঁধি অন্য কারোর সাথে
তোমার কিছু যায় আসে কি তাতে?

কাউকে ইম্প্রেস করতে চাইলে সেটার প্রথম শর্ত হচ্ছে,
কিছুতেই তাকে জানতে দেয়া যাবেনা যে আপনি তাকে ইম্প্রেস করতে চেষ্টা করছেন....

এক জীবনে মানুষ সবচেয়ে বেশী অবাধ্য হয় তার নিজের।
সবথেকে বেশী শত্রুতা আর যুদ্ধ করে তার নিজের সাথেই....

Saturday, 15 October 2016

কাউকে পাওয়ার ইচ্ছেটা একটা তৃষ্ণার মত।
এই তৃষ্ণাটা একবার মরে গেলে, তারপর যত অমৃতই হোক না কেন কিছুতেই আর গিলতে ইচ্ছে করবেনা....

If your heart belongs to someone else,
Don't ever tell me "I love you"

খুব কাছের কাউকে ভীষণ ভাবে কষ্ট দিতে
খুব বেশী কিছু করার দরকার নেই,
শুধু একটুখানি Dishonest হওয়াই যথেষ্ট....

আমাকে কেউ পছন্দ করলে বা আমি কাউকে পছন্দ করলে সেটা দ্বিপাক্ষিক না হওয়া পর্যন্ত আমি তাদের এড়িয়ে চলি....
যথেষ্ট এড়িয়ে চলি...

আমি হয়ে যাই যদি খুব বেসামাল
আসবি তো তুই সামলে নিতে?
মুচকি হেসে সায় দিবি বল ?
আমার সকল পাগলামিতে....

প্রিয় কারোর সমস্তটা সব সময়ের জন্য অনেক বেশী প্রয়োজন যখন হয়,
তখন হঠাৎ হঠাৎ পাওয়া তার অল্প একটুর ভাগ মানুষ অবলীলায় ছাড়তে পার

Thursday, 21 April 2016

যে আজ অভিযোগ না করে থাকতে শিখে গেছে,
সে একদিন অভিমান না করতেও শিখে ফেলবে ঠিক....

বিশ্বাস করলেই বিশ্বাসটা ভেঙে দেবে, এই বিশ্বাসের কারণেই এখন আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করেনা....

চোখ ভর্তি ঘুম আর মাথা ভর্তি যন্ত্রণা নিয়েও যখন আপনি কারো জন্য জেগে থাকেন, সেইটাই ভালবাসা......

সব কিছু আর আগের মত ঠিক হবেনা জেনেও যখন আপনি প্রাণান্ত চেষ্টা চালিয়ে যান,
সেইটাই ভালবাসা.....

কারো গভীর ক্ষতস্থানে ঔষধ লাগাতে গেলে সে ব্যথায় চেঁচিয়ে ওঠে এবং বার বার সরিয়ে দিতে চায়। কিন্তু তাকে সারিয়ে তুলতে চাইলে জোর করে ওষুধটা চেপে ধরে রাখতে হয়।
.
যত কঠিনভাবে ফিরিয়ে দিতে চাইবে তত বেশী শক্ত করে ধরে রাখতে হয়। ছেড়ে দিলেই তো...
তবে যদি সারানোর ইচ্ছে সত্যি থাকে তাহলে আর কি।

খুব সুন্দর একটা সম্পর্কের চূড়ায় গিয়ে কোন কারণে সেখান থেকে চুপচাপ সরে আসতে বাধ্য হওয়াটা, অনেকটা বিয়ের ঠিক আগে অনামিকা থেকে এনগেজমেন্ট রিং খুলে দিয়ে দিতে বাধ্য হওয়ার মত.....

আমি যাকে যতখানি ভালবাসব, সে যেন আমাকে ঠিক ততখানিই ভালবাসে। বেশীর পরিবর্তে কম যেন না পাই, আর কমের বিনিময়ে বেশীও আমি চাইনা।
কারণ দুটোই যন্ত্রণার, দুটোই ভোগায় খুব....

উত্তরটা অপরিবর্তিতই থাকবে বা আগের মতই  ভুল (নাকি ওটাই সঠিক) হবে এটা জেনেও একই অঙ্ক আরেকবার করে মানুষ, এই আশায় যদি এবার মেলে হিসেবটা...
কিংবা যদি অন্যরকম হয় ফলাফল...