প্রথম বয়সের প্রথম প্রেম অনেকগুলি ছোটখাটো বাধার দ্বারা মধুর। লজ্জার বাধা, ঘরের লোকের বাধা, অনভিজ্ঞতার বাধা, এইগুলির অন্তরাল হইতে প্রথম পরিচয়ের যে আভাস দিতে থাকে তাহা ভোরের আলোর মত রঙিন; তাহা মধ্যাহ্নের মত সুস্পষ্ট, অনাবৃত এবং বর্ণচ্ছটাবিহীন নহে।
- দর্পহরণ
Saturday, 31 December 2016
স্বভাব এতই চাপা যে, হৃদয়ের কোন বেদনা প্রকাশ করিতে চাহেনা।
যাহাদের প্রকৃতি এইরূপ তাহাদের ভালোবাসা সুগভীর এবং বেদনাও অত্যন্ত বেশী।
- নষ্টনীড়
যে মানুষটা আপনার লাইফে না থাকলে সমস্যা এবং কোনরকমে থাকলেও ভীষণ সমস্যা সেই মানুষটার লাইফে যদি আপনার থাকা, না থাকা কোনটাই কোন সমস্যা না হয় তাহলে তাকে চিরতরে গুডবাই বলে সমস্যা সমাধান করুন....
Sunday, 25 December 2016
যাদের হৃদয় বলে " কাছে আসুক "
আর মস্তিষ্ক বলে "কখনও না"
তাদের হয়ত আর আলাদা করে "উভয় সংকট" বাগধারাটির অর্থ শিখতে হয়না :-)
নিজেদের ব্যাকরণহীন জীবন দিয়েই বাংলা ব্যকরণের এই পাঠ তারা শিখে নেয়। :-)
গম্ভীর বা চুপচাপ বলে সে আর মিশুক এবং হিউমরাস বা সূক্ষ্ম রসবোধসম্পন্ন হতে পারবেনা এমনটা ভাবার কোন কারণ যেমন নেই, তেমনি হাসিখুশী বা মিশুক বলেই কেউ ছ্যাবলা সস্তা টাইপের হবে এইরকম ভাবাও বরং এক প্রকারের ছ্যাবলামি...
নির্দিষ্ট একজনই শুধু স্যাক্রিফাইস করে এমন সম্পর্ক কোনভাবেই কন্টিনিউ করা উচিত না। কন্টিনিউয়াসলি স্যাক্রিফাইস করতে করতেএকসময় ভয়ংকর রকম ক্লান্তি এসে গ্রাস করবে। আর এমন সম্পর্ক ভাঙা কিংবা টিকিয়ে রাখা দুইটাই প্রচন্ড প্রচন্ড পেইনফুল....
ভালবাসা মানে ঝগড়া করে "আর কক্ষনো কথা বলব না" ভাবার কিছু সময় পরেই হঠাৎ আবিষ্কার করা,
আনমনে সেই কখন থেকে যেন তার সাথে মনে মনে কথা বলতে শুরু করেও দিয়েছেন এরইমধ্যে....
Tuesday, 20 December 2016
Tuesday, 6 December 2016
Thursday, 1 December 2016
Tuesday, 29 November 2016
Monday, 28 November 2016
Tuesday, 15 November 2016
অনেকেরই হয়ত এমন কেউ না কেউ থাকে বা ছিল, যার সাথে প্রচন্ড ইচ্ছে করলেও কথা শুরু করা হয়না,
আর শেষ করতে ইচ্ছে করবেনা বলে..
Sunday, 30 October 2016
যেতে পারবে ? __ রুদ্র গোস্বামী।
যেতে পারবে ?
__ রুদ্র গোস্বামী।
এই যে তুমি বার বার চলে যাই বলো
ধরো তুমি চলে গেছো
খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো
কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক
আমার চোখের দিকে তাকিয়ে
তুমি কি তখন মুখ লুকাতে পারবে ?
বলো পারবে ?
ধরো এসে দেখো যদি
হাতে আমার ভেজা রুমাল, আর
তখনও অপেক্ষায় আমি,যাইনি কোথাও
যদি বলি, এলে কেন ?
চাই না তোমায়,চলে যাও যেখানে ছিলে
আমাকে জড়িয়ে না ধরে তখন তুমি পারবে?
বলো পারবে ?
এই যে আমাদের কাছে
আমিও আসি আর তুমিও আসো
এ কথা তো জানে দশজনে
ভালবাসাবাসি কতখানি আছে তোমার আমার
এতো ভালবাসা ছেড়ে
তুমি কি কোথাও যেতে পারবে ?
বলো যেতে পারবে ?
Wednesday, 26 October 2016
কেউ স্বার্থের জন্য কিংবা স্রেফ খামখেয়ালিতে ছেড়ে যেতে চাচ্ছে, অপমানিত হবার জন্য এইই কি যথেষ্ট নয়? এরপরেও তাকে বারবার থেকে যেতে অনুরোধ করে কেন আবার নিজেকে দ্বিগুণ অপমান করতে যায় মানুষ? খুব কি দরকার?
Sunday, 23 October 2016
Sunday, 16 October 2016
আমি ছোটবেলা থেকেই ড্রয়িং এ খারাপ। আঁকাআঁকি টা আমার ঠিক আসেনা।
.
ফলাফল :- কারো মনেই কখনও দাগ টাগ কাটতে পারিনি..
আপনি সারা পৃথিবীর পেছনে দৌড়ালেও, যে মানুষটা আপনাকে তার পৃথিবী বানিয়ে, আপনার পৃথিবীর বাইরে কোথাও এক কোণে,
শুধু আপনার জন্য চোখের ভেতর একটা সমুদ্র আর হৃদয়ে এক হিমালয় ভালবাসা নিয়ে অপেক্ষা করে,
তাকে ভালবাসা যায়ই না শুধু, তাকে ভালবাসতে হয়...
.
কিন্তু বাস্তবতা হল, এদের আমরা কখনও খেয়ালই করিনা....
যে মানুষটার জন্য একসময় আপনার অনন্তকাল পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করত। সে মানুষটার জন্যই একদিন হয়ত আপনার ভীষণ ভাবে মরে যেতে ইচ্ছে করবে......
আমি কেন স্বাদ পাই না ভাতে
কেনইবা ঘুম আসেনা রাতে
আমার কেন বিষম ব্যথা বুকের গহীনটাতে...
.
আমি যদি হাত রাখি অন্য কারোর হাতে
কিংবা যদি ঘর বাঁধি অন্য কারোর সাথে
তোমার কিছু যায় আসে কি তাতে?
কাউকে ইম্প্রেস করতে চাইলে সেটার প্রথম শর্ত হচ্ছে,
কিছুতেই তাকে জানতে দেয়া যাবেনা যে আপনি তাকে ইম্প্রেস করতে চেষ্টা করছেন....
Saturday, 15 October 2016
কাউকে পাওয়ার ইচ্ছেটা একটা তৃষ্ণার মত।
এই তৃষ্ণাটা একবার মরে গেলে, তারপর যত অমৃতই হোক না কেন কিছুতেই আর গিলতে ইচ্ছে করবেনা....
খুব কাছের কাউকে ভীষণ ভাবে কষ্ট দিতে
খুব বেশী কিছু করার দরকার নেই,
শুধু একটুখানি Dishonest হওয়াই যথেষ্ট....
আমাকে কেউ পছন্দ করলে বা আমি কাউকে পছন্দ করলে সেটা দ্বিপাক্ষিক না হওয়া পর্যন্ত আমি তাদের এড়িয়ে চলি....
যথেষ্ট এড়িয়ে চলি...
Thursday, 21 April 2016
কারো গভীর ক্ষতস্থানে ঔষধ লাগাতে গেলে সে ব্যথায় চেঁচিয়ে ওঠে এবং বার বার সরিয়ে দিতে চায়। কিন্তু তাকে সারিয়ে তুলতে চাইলে জোর করে ওষুধটা চেপে ধরে রাখতে হয়।
.
যত কঠিনভাবে ফিরিয়ে দিতে চাইবে তত বেশী শক্ত করে ধরে রাখতে হয়। ছেড়ে দিলেই তো...
তবে যদি সারানোর ইচ্ছে সত্যি থাকে তাহলে আর কি।
খুব সুন্দর একটা সম্পর্কের চূড়ায় গিয়ে কোন কারণে সেখান থেকে চুপচাপ সরে আসতে বাধ্য হওয়াটা, অনেকটা বিয়ের ঠিক আগে অনামিকা থেকে এনগেজমেন্ট রিং খুলে দিয়ে দিতে বাধ্য হওয়ার মত.....
আমি যাকে যতখানি ভালবাসব, সে যেন আমাকে ঠিক ততখানিই ভালবাসে। বেশীর পরিবর্তে কম যেন না পাই, আর কমের বিনিময়ে বেশীও আমি চাইনা।
কারণ দুটোই যন্ত্রণার, দুটোই ভোগায় খুব....