মন ভাল করে দেবার মত কেউ না থাকলে,
মন খারাপ করে দেবারও কেউ থাকতে নেই....
Thursday, 21 April 2016
কারো গভীর ক্ষতস্থানে ঔষধ লাগাতে গেলে সে ব্যথায় চেঁচিয়ে ওঠে এবং বার বার সরিয়ে দিতে চায়। কিন্তু তাকে সারিয়ে তুলতে চাইলে জোর করে ওষুধটা চেপে ধরে রাখতে হয়।
.
যত কঠিনভাবে ফিরিয়ে দিতে চাইবে তত বেশী শক্ত করে ধরে রাখতে হয়। ছেড়ে দিলেই তো...
তবে যদি সারানোর ইচ্ছে সত্যি থাকে তাহলে আর কি।
খুব সুন্দর একটা সম্পর্কের চূড়ায় গিয়ে কোন কারণে সেখান থেকে চুপচাপ সরে আসতে বাধ্য হওয়াটা, অনেকটা বিয়ের ঠিক আগে অনামিকা থেকে এনগেজমেন্ট রিং খুলে দিয়ে দিতে বাধ্য হওয়ার মত.....
আমি যাকে যতখানি ভালবাসব, সে যেন আমাকে ঠিক ততখানিই ভালবাসে। বেশীর পরিবর্তে কম যেন না পাই, আর কমের বিনিময়ে বেশীও আমি চাইনা।
কারণ দুটোই যন্ত্রণার, দুটোই ভোগায় খুব....