স্মৃতির পাখি শিস দিয়ে যায়
বুকের গহিন হিজলবনে
এপাশ-ওপাশ ঘুম আসেনা,
কী যে ভীষণ পড়ছে মনে
- আবদুল্লাহ আল ইমরান
স্মৃতির পাখি শিস দিয়ে যায়
বুকের গহিন হিজলবনে
এপাশ-ওপাশ ঘুম আসেনা,
কী যে ভীষণ পড়ছে মনে
- আবদুল্লাহ আল ইমরান
তোমার সাথে আমার বিয়ে হলে বনিবনা হতো না। আমাকে তুমি একদম
সহ্য করতে পারতে না। আমি তোমাকে দেখতে পারতাম না। আমাদের
খুব দুর্দশা হতো। প্রতিবেশীদের উৎকন্ঠা। তোমার ছায়া দেখতেও আমার
ঘৃণা লাগতো। তোমার সন্দেহ হতো ... সব ছেড়েছুড়ে দূরে কোথাও পালিয়ে
যাবার কথা বলতে ... আমি হত্যা করার কথা ভাবতাম ... তুমি কেবল আমাকে
দোষারোপ করতে ... আমি আমার নিয়তিকে ... আমার মন বিষাক্ত হয়ে উঠতো
তোমার জিহ্বা সাপ হয়ে আমাকে ছোবল মারতো ... আমাদের চোখ আগুন
হয়ে পরস্পরকে জ্বালিয়ে দিতো ... সব ছাই হতো ...
সব নরক হতো!
এমন একটা নরকের জন্য আমি কাঁদছি ...!
[মানুষ দেখতে কেমন/২০১০]
— ‘সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে?’
বিনা চেষ্টায় মরে যাব একেবারে
— ‘সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান?’
বৃষ্টিতে, আমি বৃষ্টিতে খানখান
— ‘সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি?’
পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি
— ‘উড়বে?– আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা?’
পড়তে পড়তে ধরে নেব ওর শাখা
— ‘যদি শাখা থেকে নীচে ফেলে দেয় তোকে?’
কী আর করব? জড়িয়ে ধরব ওকেই
বলো কী বলব, আদালত, কিছু বলবে কি এরপরও?
— ‘যাও, আজীবন অশান্তি ভোগ করো!’
I have wandered miles with a heavy heart and a light head...
আপনাকে বহু দিন বলেছি, যা দিতে পারি, সেটুকু দেওয়ার আনন্দ থেকে আমাকে বঞ্চিত করে, যা দিতে পারি না তা না-দেওয়ার বেদনাকে আরো তীব্র করবেন না।
-
একটু উষ্ণতার জন্য