যাকে ছাড়া যাপিত জীবনের প্রায় পুরোটাই কাটানো হয়েছে।
যাকে ছাড়া বাকিটা জীবনের পুরোটাই কাটাতে হবে, সেই তাকেই এক মুহুর্তের জন্যে ছাড়বার কথা ভাবাও যায়না,
সাথে সাথে বাম অলিন্দের ব্যথারা নিজেদের অস্তিত্ব জানান দেয়...
Tuesday, 6 December 2016
Thursday, 1 December 2016
Tuesday, 29 November 2016
Monday, 28 November 2016
Tuesday, 15 November 2016
অনেকেরই হয়ত এমন কেউ না কেউ থাকে বা ছিল, যার সাথে প্রচন্ড ইচ্ছে করলেও কথা শুরু করা হয়না,
আর শেষ করতে ইচ্ছে করবেনা বলে..
Sunday, 30 October 2016
যেতে পারবে ? __ রুদ্র গোস্বামী।
যেতে পারবে ?
__ রুদ্র গোস্বামী।
এই যে তুমি বার বার চলে যাই বলো
ধরো তুমি চলে গেছো
খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো
কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক
আমার চোখের দিকে তাকিয়ে
তুমি কি তখন মুখ লুকাতে পারবে ?
বলো পারবে ?
ধরো এসে দেখো যদি
হাতে আমার ভেজা রুমাল, আর
তখনও অপেক্ষায় আমি,যাইনি কোথাও
যদি বলি, এলে কেন ?
চাই না তোমায়,চলে যাও যেখানে ছিলে
আমাকে জড়িয়ে না ধরে তখন তুমি পারবে?
বলো পারবে ?
এই যে আমাদের কাছে
আমিও আসি আর তুমিও আসো
এ কথা তো জানে দশজনে
ভালবাসাবাসি কতখানি আছে তোমার আমার
এতো ভালবাসা ছেড়ে
তুমি কি কোথাও যেতে পারবে ?
বলো যেতে পারবে ?