এমন প্রশ্ন আমি কখনও কাউকে করিনা,
যে প্রশ্নের উত্তর শুনতে আমার খারাপ লাগব...
Saturday, 7 January 2017
যদি বাসোই - তসলিমা নাসরিন
তুমি যদি ভালোই বাসো আমাকে, ভালোই যদি
বাসো,
তবে বলছো না কেন যে ভালো বাসো! কেন
সব্বাইকে জানিয়ে দিচ্ছ না যে
ভালোবাসো!
আমার কানের কাছেই যত তোমার দুঃসাহস!
যদি ভালোবাসো, ওই জুঁইফুলটি কেন জানে না
যে ভালোবাসো!
ফুলটির দিকে এত যে চেয়ে রইলাম, আমাকে
একবারও তো বললো না যে ভালোবাসো!
এ কীরকম ভালোবাসা গো! কেবল আমার
সামনেই...
Friday, 6 January 2017
দুই ধরনের মানুষকে আমি নিজে থেকে ছেড়ে চলে আসি কিংবা আমাকে ছেড়ে যেতে দেই বা নিজেই যেতে বলি -
.
১. যাদের লাইফে আমি সবসময় থাকতে পারবনা।
.
২. যারা আমার লাইফে সব সময় থাকবেনা ।...
কোন "একজন" ভালবাসেনি বলে মরে যাবার কথা না ভেবে,
বরং কেউ না কেউ একজন ভাল না বাসা অব্দি বেঁচে থাকবার পণ করা উচিত....
পৃথিবীতে "তুমি" ই একমাত্র মানুষ নয় যার ওপর কোন রকমের কোন অধিকার নেই।
অথচ আর সবার বেলায় কিচ্ছুটি মনে না হলেও ঐ এক "তুমি" এর বেলায় কষ্টে হৃদস্পন্দনের বারোটা বেজে তেরোটার কাটা ঝুলতে থাকে....
প্রত্যেকটা মানুষের হৃদয় একেকটা ভালবাসার সমুদ্র, শুধু সেই শান্ত সমুদ্রে ঝড় তুলবার কেউ একজন থাকতে হয়....
Wednesday, 4 January 2017
Sunday, 1 January 2017
চোখের পাতায় জোনাকির মত আগুনের ফুলকি নেচে বেড়ায় যার সে ঘুমুবে কী করে!
আর চোখ খুলতেই যার মুখ সে মাধবীল...
আমি যাকে ভালবাসিনা সে যদি আমাকে খুব বাসেও তবুও সে আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ কেউ হবেনা, এটাই স্বাভাবিক। খুবই স্বাভাবিক।
আর এই কথাটা সেই ব্যক্তিও কিন্তু বোঝে। কিন্তু হঠাৎ হঠাৎ ভাল ব্যবহার করে, তাকে মিসগাইডেড & কনফিউজড করাটা ভীষণ অপরাধ। যাকে দেব না, তাকে চাইতে শেখাব কেন?
.
সে তো আমার কাছে কখনই মেজর...
আহা.. ভালোবেসে না-কেঁদে
কে পারে।
তবুও সিঁড়ির পথে
তুলে দিয়ে অন্ধকারে যখন গেলাম চলে চুপে
তুমিও দেখনি ফিরে-তুমিও ডাকনি আর-আমিও খুঁজি নি অন্ধকারে
- জীবনানন্দ দ...