মন ভাল করে দেবার মত কেউ না থাকলে,
মন খারাপ করে দেবারও কেউ থাকতে নেই....
Thursday, 21 April 2016
কারো গভীর ক্ষতস্থানে ঔষধ লাগাতে গেলে সে ব্যথায় চেঁচিয়ে ওঠে এবং বার বার সরিয়ে দিতে চায়। কিন্তু তাকে সারিয়ে তুলতে চাইলে জোর করে ওষুধটা চেপে ধরে রাখতে হয়।
.
যত কঠিনভাবে ফিরিয়ে দিতে চাইবে তত বেশী শক্ত করে ধরে রাখতে হয়। ছেড়ে দিলেই তো...
তবে যদি সারানোর ইচ্ছে সত্যি থাকে তাহলে আর কি।
খুব সুন্দর একটা সম্পর্কের চূড়ায় গিয়ে কোন কারণে সেখান থেকে চুপচাপ সরে আসতে বাধ্য হওয়াটা, অনেকটা বিয়ের ঠিক আগে অনামিকা থেকে এনগেজমেন্ট রিং খুলে দিয়ে দিতে বাধ্য হওয়ার মত.....
আমি যাকে যতখানি ভালবাসব, সে যেন আমাকে ঠিক ততখানিই ভালবাসে। বেশীর পরিবর্তে কম যেন না পাই, আর কমের বিনিময়ে বেশীও আমি চাইনা।
কারণ দুটোই যন্ত্রণার, দুটোই ভোগায় খুব....
Thursday, 15 October 2015
Wednesday, 14 October 2015
রাগ, জেদ এদুটো সহজাত বৈশিষ্ট্য নেই এমন মানুষ পৃথিবীতে একটাও নেই।
তফাৎটুকু হল কেউ খুব বেশী প্রকাশ করে, কেউ অপেক্ষাকৃত কম।
আর ভয়ংকরতম সত্যটা হল,
কারো রাগ অন্যকে কষ্ট দেয়, কারো রাগ নিজেকে।
কারো জেদ অন্যের ক্ষতি করে, আর কারোর তার নিজেরই....
ভালবাসায় " ভালবাসতাম" বলে কোন শব্দ নেই।
হ্যাঁ রিলেশনশিপ এর বেলায় আছে, যে আগে রিলেশন ছিল কিন্তু এখন নেই।
কিন্তু ভালবাসলে এটা বলা যায়না , যদি কেউ বলে তবে সে ভালই বাসেনি কোনদিন।
ভালবাসায় যেটা হয় তা হল আগে শুধু ভালই বাসতেন আর এখন ভালবাসার সাথে, সমানুপাতে একগাদা ঘৃণাও ফ্রি। কখনওবা সেটা ভালবাসার চেয়েও অধিক যা ভালবাসাটাকে আড়াল করে দেয় একদম। এতটাই যে কোন কিছুতেই মন পাথর গলেনা আর....
Tuesday, 13 October 2015
কখনও কারো জন্য কষ্ট হলে ভুলেও সেটা তাকে জানতে দেবেন না।
টের পেলে আপনার জন্য তার মায়া, সহানুভূতি বা অনুশোচনা কোনটাই আসবেনা বরং দ্বিগুন উৎসাহে সে আপনাকে ফের কষ্ট দেবার আয়োজন করবে।
" আমার জন্য কেউ কাঁদছে, কষ্ট পাচ্ছে। আহা আমি কত্ত স্পেশাল আর ইম্পরট্যান্ট ।" এই ভেবে অধিকাংশ মানুষই পৈশাচিক একটা তৃপ্তি বোধ করে।