Tuesday, 13 October 2015

কখনও কারো জন্য কষ্ট হলে ভুলেও সেটা তাকে জানতে দেবেন না।
টের পেলে আপনার জন্য তার মায়া, সহানুভূতি বা অনুশোচনা কোনটাই আসবেনা বরং দ্বিগুন উৎসাহে সে আপনাকে ফের কষ্ট দেবার আয়োজন করবে।
" আমার জন্য কেউ কাঁদছে, কষ্ট পাচ্ছে। আহা আমি কত্ত স্পেশাল আর ইম্পরট্যান্ট ।" এই ভেবে অধিকাংশ মানুষই পৈশাচিক একটা তৃপ্তি বোধ করে।

0 comments:

Post a Comment