Tuesday, 29 November 2016

We just had a destiny together.
But we are not destined to be together.....

Monday, 28 November 2016

I don't feel sad that nobody loves me.
Rather I'll  be very scared if anybody does.

How does it feel when you know no one can fix your broken heart even not that one who broke it?

অনেকেই পছন্দ করে,
কিন্তু কেউ "অনেক" পছন্দ করেনা।
অনেকেই বলে "ভালবাসি"
কিন্তু কেউই ভালবেসে বলেনা।

Tuesday, 15 November 2016

অনেকেরই হয়ত এমন কেউ না কেউ থাকে বা ছিল, যার সাথে প্রচন্ড ইচ্ছে করলেও কথা শুরু করা হয়না, 
আর শেষ করতে ইচ্ছে করবেনা বলে.. 

দুজনারই দুজনকে বলা হয় "কষ্ট হচ্ছে"।
শুধু পার্থক্যটা হল, সে জানে আপনারটা তার জন্য। কিন্তু আপনি জানেন তারটা আপনার জন্যে নয়....

Sunday, 30 October 2016

যেতে পারবে ? __ রুদ্র গোস্বামী।

যেতে পারবে ?
__ রুদ্র গোস্বামী।
এই যে তুমি বার বার চলে যাই বলো
ধরো তুমি চলে গেছো
খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো
কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক
আমার চোখের দিকে তাকিয়ে
তুমি কি তখন মুখ লুকাতে পারবে ?
বলো পারবে ?
ধরো এসে দেখো যদি
হাতে আমার ভেজা রুমাল, আর
তখনও অপেক্ষায় আমি,যাইনি কোথাও
যদি বলি, এলে কেন ?
চাই না তোমায়,চলে যাও যেখানে ছিলে
আমাকে জড়িয়ে না ধরে তখন তুমি পারবে?
বলো পারবে ?
এই যে আমাদের কাছে
আমিও আসি আর তুমিও আসো
এ কথা তো জানে দশজনে
ভালবাসাবাসি কতখানি আছে তোমার আমার
এতো ভালবাসা ছেড়ে
তুমি কি কোথাও যেতে পারবে ?
বলো যেতে পারবে ?

Wednesday, 26 October 2016

তোমার উঠোন রাঙিয়ে দিক
ভোরের সূর্যালোক,
আমার চোখে মূষলধারে
অঝোর বৃষ্টি হোক

কেউ স্বার্থের জন্য কিংবা স্রেফ খামখেয়ালিতে ছেড়ে যেতে চাচ্ছে, অপমানিত হবার জন্য এইই কি যথেষ্ট নয়? এরপরেও তাকে বারবার থেকে যেতে অনুরোধ করে কেন আবার নিজেকে দ্বিগুণ অপমান করতে যায় মানুষ? খুব কি দরকার?

আরও একটা জন্ম পেলে আমি স্রেফ একা থাকতে চাই।
এই জন্মের চেয়েও বেশী একা....