Sunday, 16 July 2017

Monday, 10 July 2017

খুব বেশী মন খারাপ হলে কল্পনায় চলে যান

খুব বেশী মন খারাপ হলে কল্পনায় চলে যান।
ভেবে নিন পছন্দের মানুষটিরও মন খারাপ কিংবা আপনার ওপর অভিমান।
তার মাথাটা আপনার কাঁধে রেখে কিছুক্ষণ আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিন ।
হয়তবা দেখবেন কল্পনায় তার আর বাস্তবে আপনার, দুজনেরই মন ভাল হয়ে গেছে। 

কিছু মানুষ জীবনে বিষফোঁড়ার মত।

কিছু মানুষ জীবনে বিষফোঁড়ার মত।
থাকলে ব্যথা, ভেঙে ফেলে দিতে গেলে আরও ব্যথা। তবে ঐ ব্যথাটা সহ্য করে একবার যদি ফেলে দেয়া যায় তবে চিরতরে আরাম...  নতুন করে আর না গজানো পর্যন্ত।