Tuesday, 31 October 2017

আমার চোখে বৃষ্টি ভিজছে খুব __ রুদ্র গোস্বামী।

ভীষণ একলা হয়ে যাচ্ছি আরও দূর
আমি একলা হেঁটে যাচ্ছি সমুদ্দুর
আয় একটিবার তুই সন্ধ্যা নামার আগে
আয় একটিবার তুই বুকের বারান্দায়
আয় একটি বার তুই অভিমানে রাগে
আয় একটিবার তুই বাক-বিতন্ডায়
তোকে বুঝতে থাকার চেষ্টায়
আমি পেরুচ্ছি রোদ্দুর
আমি একলা হেঁটে যাচ্ছি সমুদ্দুর
আমার চোখে বৃষ্টি ভিজছে খুব
ক্লান্ত পাতায় ঘুমের আফসোস
আয় একটিবার তুই স্বপ্ন দেখার রঙ
আয় একটিবার তুই ঠোঁটের শব্দকোষ
একলা আমার লাগছে ভীষণ ভয়
আমি নিজের কাছেই বাড়াচ্ছি বিস্ময়
তোকে ভুলতে থাকার চেষ্টা
আমার হারিয়ে দিচ্ছে সুর
আমি একলা হেঁটে যাচ্ছি সমুদ্দুর

Tuesday, 3 October 2017

যারা ভালবেসে মানিয়ে নেয়

যারা ভালবেসে মানিয়ে নেয়,
তারা মানিয়ে নিতে ভালবাসে।
কিন্তু যারা মানিয়ে নিতে নিতে ভালবাসে,
নিয়তি তাদের মানিয়ে নিতে বাধ্য করে।

কোথায় তুমি

"কোথায় তুমি?
হারিয়ে গেছি।
হারিয়ে গেছি শেষ বিকেলের সূর্য ডোবা অন্ধকারে
হারিয়ে গেছি এই আকাশের মেঘের ভিড়ে
অর্থ ছাড়া অর্থহীনের এই শহরে
হারিয়ে গেছি ট্রাফিক জ্যামের লাল বাতিতে
শুন্য গতির চাকায় চেপে ঘামতে থাকা দুর্গতিতে
হারিয়ে গেছি ছুটতে থাকা সব মানুষের প্রবল ভীড়ে।
হারালে কখন ?
এই কিছুক্ষণ আগেই বোধহয়
না হয় তারও একটু আগে
কি আসে যায় যদি হারাই আরো আগে
কেমন হবে বলতো দেখি হারাই যদি ভবিষ্যতে।
অনেক হলো এবার বলো
এখন তুমি কোন জাগাতে?
এখন আমি তোমার চোখের হাসি মাখা মুগ্ধতাতে
নয়তো তোমার ঠোঁট বাঁকানো বিরক্তিতে
এখন আমি তোমার ফোনের অন্য পাশে
তোমার সাথেই এই পৃথিবীর এক বাতাসে
অনেক হলো এখন বলো ফিরবে কখন?
ফিরতে হবে?

কিছু কিছু বন্ধুত্ব (!!)

কিছু কিছু বন্ধুত্ব (!!) দেখলে সেটাকে বন্ধুর সম্পর্কের চেয়ে মনিব-ভৃত্যের সম্পর্কই মনে হয় বেশী।
লোকে অবশ্য এদের প্রেমিক-প্রেমিকাও ভাবে ।

আমরা আমাদের যোগ্য সহচর খুঁজি।

আমরা আমাদের যোগ্য সহচর খুঁজি।
কিন্তু যোগ্যতায় যে আমার সমান ,
সে তো আমার সহচর হবেনা।
সে হবে প্রতিদ্বন্দ্বী।

ঈশ্বরের ছবি আঁকতে ইচ্ছে

ঈশ্বরের ছবি আঁকতে ইচ্ছে হয়েছিল, তিনি পৃথিবী বানালেন।
মুভি বানাতে ইচ্ছে হল,তাই মানুষ সৃষ্টি করলেন....
আর ভিডিও গেম খেলতে ইচ্ছে করলেই দুটো পক্ষের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন।

কেমন লাগে- পুলক অনিল

বুক পকেটেই থাকলো পড়ে কত্ত কী যে লিখেছিলাম,
দেখেও তোমার না দেখাতেই থাকতে একা শিখেছিলাম।
ভালো থেকো, ভালোয় থেকো যেমন তুমি ছিলে আগে,
কী আসে যায় আমার না হয় একটু কেমন কেমন লাগে!
তোমার রিক্সা যায় উড়ে রোজ
বুকে কাঁপন তুলে
আমার হৃদয় বাঁধা পড়ে
তোমার এলো চুলে!
চুলে হারাই, ভুলে হারাই, ভুলেরা রাত জাগে,
কী আসে যায় আমার না হয় একটু কেমন কেমন লাগে!
স্নানের ঘরে জলের তোড়ে
কান্নারা যায় মিশে,
কেউ দেখে না, কেউ জানে না
কষ্ট রাখি কিসে!
কষ্ট উড়াই, কষ্ট পুড়াই, দারুণ অনুরাগে,
কী আসে যায় আমার না হয় একটু কেমন কেমন লাগে!

Monday, 2 October 2017

মিলন গাঙ্গুলী

আইভরির মত বিবর্ণ এই শহরে আমরা হেঁটেছিলাম। পাশাপাশি।
সমুদ্রের নীলাভ রত্নের মত দামি স্মৃতি এখন সেটা
মরচে পরা সুখ দুঃখের কত কথা বলতাম ।
পথ হয়ে যেত স্বপ্নের মত ক্ষণস্থায়ী।
ভিক্ষুক, রুটিওয়ালা, সাধু সন্ত । আর কাঠ ফড়িঙের মত রিক্সা।
পরাজিত ল্যাম্পপোস্টের হলুদ আলোর নীচে দাঁড়িয়ে বলা হয়নি - ভালবাসি।