Monday 2 October 2017

মিলন গাঙ্গুলী

আইভরির মত বিবর্ণ এই শহরে আমরা হেঁটেছিলাম। পাশাপাশি।
সমুদ্রের নীলাভ রত্নের মত দামি স্মৃতি এখন সেটা
মরচে পরা সুখ দুঃখের কত কথা বলতাম ।
পথ হয়ে যেত স্বপ্নের মত ক্ষণস্থায়ী।
ভিক্ষুক, রুটিওয়ালা, সাধু সন্ত । আর কাঠ ফড়িঙের মত রিক্সা।
পরাজিত ল্যাম্পপোস্টের হলুদ আলোর নীচে দাঁড়িয়ে বলা হয়নি - ভালবাসি।

0 comments:

Post a Comment