Saturday, 10 February 2018

কবিতা- লুৎফর হাসান

কে দেবে তোমায় ভিড় ঠেলে এসে নতুন শুদ্ধ দিন কার কাছে পাবে তোমার জন্য বুক ব্যথা চিনচিন। কে দেবে তোমায় ঘুম ভাঙা নদী কথার কলস্বরে, অবুঝ দুপুর দেবে কে তোমার মুঠোতে বন্দী করে। আর কে দেবে রোদের মেয়ের আঁচলে রাখা ঘুম, জোনাকির ঠোঁটে কে দেবে তোমায় সন্ধ্যাপাখির চুম। কে দেবে বলো রাতের নিখাদ অন্ধকারের আলো, জোছনার...