Saturday, 17 March 2018

এই মাতাল হওয়া বাতাস

এই মাতাল হওয়া বাতাস,
এই আগুনে পোড়া ফাগুন
পাতা ঝরা নির্ঝরের দিন
এলোমেলো নিঝুম বিকেল
কারো না থাকার অভিজ্ঞান হয়ে থাকুক,
থাকুক বেঁচে থাকার স্মৃতিস্মারক হয়ে।
তবু সব কিছু অপচয় মনে হয়...

পৃথিবীতে সত্যিই অসম্ভব বলে কিছু নেই

পৃথিবীতে সত্যিই অসম্ভব বলে কিছু নেই। কিন্তু সেই আপাতঃ অসম্ভব ব্যপারটা যদি ভাল কিছু হয় তবে হয়ত সম্ভব হবার সম্ভাবনা খুব কম। আর যদি খারাপ কিছু হয় তবে হাজার না চাইতেও সেটা হয়ে যাবে।

Thursday, 15 March 2018

যার সিঁথির সিঁদুরে তোর নাম

যার সিঁথির সিঁদুরে শুধু তোর নাম
তাকে সিঁদুর পড়ায় অন্যজন...
এজন্মে সে তোর কপালে নেই,
তাইতো অন্য কারও জন্য
কপালে সিঁদুর ফোঁটা আঁকে।