The only truth is
"Everything is lie"
Saturday 17 March 2018
এই মাতাল হওয়া বাতাস
এই মাতাল হওয়া বাতাস,
এই আগুনে পোড়া ফাগুন
পাতা ঝরা নির্ঝরের দিন
এলোমেলো নিঝুম বিকেল
কারো না থাকার অভিজ্ঞান হয়ে থাকুক,
থাকুক বেঁচে থাকার স্মৃতিস্মারক হয়ে।
তবু সব কিছু অপচয় মনে হয়...
বিধাতা যখনই যা ভাবেন
বিধাতা যখনই যা ভাবেন,
তখনই তা কারো না কারো নিয়তি হয়ে যায়।
কিছু মানুষ কবিতা লেখেনা
কিছু মানুষ কবিতা লেখেনা,
নিজে হয়ে জন্মায়।
সবচেয়ে কঠিন মানুষের মন বোঝা
সবচেয়ে কঠিন মানুষের মন বোঝা।
যদি থাকে, তো।
পৃথিবীতে সত্যিই অসম্ভব বলে কিছু নেই
পৃথিবীতে সত্যিই অসম্ভব বলে কিছু নেই। কিন্তু সেই আপাতঃ অসম্ভব ব্যপারটা যদি ভাল কিছু হয় তবে হয়ত সম্ভব হবার সম্ভাবনা খুব কম। আর যদি খারাপ কিছু হয় তবে হাজার না চাইতেও সেটা হয়ে যাবে।
মানুষগুলো অদ্ভুত
মানুষগুলো অদ্ভুত,
মূল্য তো দেয়
তবে পাবার আগ পর্যন্ত
বা হারানোর পর।
Thursday 15 March 2018
যার সিঁথির সিঁদুরে তোর নাম
যার সিঁথির সিঁদুরে শুধু তোর নাম
তাকে সিঁদুর পড়ায় অন্যজন...
এজন্মে সে তোর কপালে নেই,
তাইতো অন্য কারও জন্য
কপালে সিঁদুর ফোঁটা আঁকে।